ঢাকা : সজীব ওয়াজেদ জয় তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশ বিশ্বের অগ্রগামী দেশ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা । তিনি বলেছেন,  বাংলাদেশের মতো দ্রুতগতিতে আর কোনো দেশই এ খাতে এগিয়ে যেতে পারেনি। বাংলাদেশের তরুণরা একসময় আইসিটি খাতে বিশ্বকে নেতৃত্ব দেবে।

আজ বুধবার রাজধানীর একটি হোটেলে দেশের প্রথম আইটি ইনকিউবেটর উদ্বোধনী অনুষ্ঠানে এ সব কথা বলেন তিনি।

জয় বলেন, “আমি ২০ বছর আগে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে স্টার্ট আপ শুরু করেছিলাম। আমি সফল হয়েছিলাম। আমার বিশ্বাস, আজ যে ১০টি স্টার্ট আপ আইটি ইনকিউবেটরে জায়গা বরাদ্দ পেল তারাও সফল হবে।”

অনুষ্ঠানে কানেক্টিং স্টার্ট আপ বিজয়ী ১০টি সেরা উদ্যোগ ঘোষণা করা হয়। এসব উদ্যোক্তার হাতে কারওয়ান বাজারের জনতা টাওয়ারে অবস্থিত আইটি ইনকিউবেটরের চাবি তুলে দেয়া হয়।   সেখানে একবছরের জন্য বিনামূল্যে অফিস বরাদ্দ দেয়া হয়েছে তাদের।

পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব নয় উল্লেখ করে জয় বলেন, “যদি স্বপ্ন থাকে আর স্বপ্ন জয়ের আকাঙ্ক্ষা থাকে, তবে সব স্বপ্নই বাস্তবায়ন সম্ভব।”

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, “আমার সবচেয়ে বড় স্টার্ট আপ হলো ডিজিটাল বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশ একসময় স্বপ্ন ছিল। সেই স্বপ্ন এখন বাস্তবে রূপ নিয়েছে।”

আওয়ামী লীগের নেতৃত্বাধীন  সরকারের উদ্ভাবনী পরিকল্পনার ফলে তরুণরা আজ তথ্যপ্রযুক্তির সঙ্গে সরাসরি সম্পৃক্ত হয়েছে বলে জানান জয়। তিনি বলেন, বিশ্বের দ্রুত উন্নয়নশীল দেশের মধ্যে বাংলাদেশ এখন প্রথম সাঁরিতে জায়গা করে নিয়েছে। এসব সম্ভব হয়েছে সরকারের উদ্ভাবনী পরিকল্পনার জন্য।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক, বিটিআরসি সচিব ড. শাহজাহান মাহমুদ, ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের জেনারেল সেক্রেটারি হাউলিন ঝাউ, আইসিটি সচিব শ্যাম সুন্দর শিকদার,  বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিম্পেলকমের সহ-প্রতিষ্ঠাতা অগি কে ফাবেলা, বাংলালিংকের সিইও এরিস ওস এবং বাংলাদেশ হাইটেক পার্ক অথোরির্টির ম্যানেজিং ডিরেক্টর হোসনে আরা বেগমসহ অন্যান্যরা।

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031