নানা রকম চিন্তাভাবনা চলছে করোনাভাইরাস নিয়ে এখন চারিদিকেই। বিভিন্ন দেশ প্রতিনিয়ত গবেষণা করে চলেছে করোনা ভাইরাসের ভ্যাকসিন বের করবার জন্য। আর সেই পথেই আরও একটু এগিয়ে গেল অস্ট্রেলিয়া । করোনা ভ্যাকসিন এখনও আবিষ্কৃত না হলেও একটি ন্যাজাল স্প্রে আবিষ্কার করেছে মেলবোর্নের বায়োটেক কোম্পানি এনা রেসপিরেটরি। চলতি বছরেই মানব দেহে এই স্প্রে -এর ফেস ওয়ান ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হবে, ইতিমধ্যেই প্রাণীদের শরীরে এটি প্রয়োগ করে উল্লখযোগ্য সাড়া মিলেছে। এনা রেসপিরেটরি-র ম্যানেজিং ডিরেক্টর ড : ক্রিস্টোফে ডিমেসন জানিয়েছেন,’ প্রাণীদের ওপর এই স্প্রে প্রয়োগ করে ৯৬ শতাংশ সাফল্য এসেছে। পাশাপাশি শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলে ভাইরাসকে নির্মূল করার ক্ষমতা রয়েছে এই স্প্রে-এর।গবেষকরা জানিয়েছেন যে, এই ভ্যাকসিন সাধারণত ইনফেকশনের যে পথ সেই পথেই এই ভাইরাসকে ধ্বংস করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এই ন্যাজাল স্প্রে–এর সাহায্যে যে ভ্যাকসিনেশন দেয়া হবে তাতে থাকবে ডবল প্রটেকশন যৌথ নিরাপত্তা।

মানে যিনি ইনফ্লুয়েঞ্জা এবং নোবেল করোনাভাইরাসে ভুগেছেন তিনি এই গোত্রের যেকোনও রোগ থেকে মুক্তি পাবেন। সঙ্গে গবেষকদলের এক সদস্য যোগ করেছেন যে আরও এক বছর হয়তো সময় লাগবে এই ভ্যাকসিন সম্পূর্ণভাবে বাজারে আনতে। গবেষকরা জানিয়েছেন যে, ইনজেকশনের থেকে ন্যাজাল স্প্রে অনেক বেশি কার্যকর বলে তাঁরা মনে করছেন এবং তাঁরা মনে করছেন একটি মানুষকে স্প্রে দেওয়া অনেক বেশি সহজ। তাই আপাতত অতিমাত্রায় তৈরী করে অনেক বেশি সহজে ন্যাজাল স্প্রে ব্যবহার করার উপায় করা হবে। শুধু তাই নয় এর কার্যকারিতা ভ্যাকসিনের মতোই হবে।অর্থাৎ ভাইরাসের সংস্পর্শে আসা ব্যক্তিদের এই স্প্রে প্রয়োগ করলে ভাইরাস নির্মূল হবে। ইনট্রানাসাল স্প্রে বর্তমানে ফ্লু ভ্যাকসিন দেওয়ার জন্য ব্যবহৃত হয় এবং শিশু ও  প্রাপ্তবয়স্কদের মধ্যে ব্যবহারের জন্য সুপারিশ করা হয় , যারা সাধারণত ইনজেকশন থেকে দূরে থাকতে চান । যদিও এই মুহূর্তে এর ঘন ঘন ব্যবহার থেকে বিরত থাকতে বলছেন  গবেষকরা। আগামীদিনে ভ্যাকসিনের পরিবর্তে নাসাল স্প্রে-এর ব্যবহার নিয়ে আরো পরীক্ষা নিরীক্ষা  করছেন  তাঁরা। মানব দেহে প্রয়োগের জন্য এনা  রেসপিরেটরি সংস্থাটি ১১.৭ মিলিয়ন ডলার সংগ্রহ করেছে এবং আগামীদিনে মানব দেহে এই পরীক্ষা ত্বরান্বিত করতে প্রয়োজনে আরো অর্থ বিনিয়োগ করা হবে বলে জানানো হয়েছে।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031