পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন কুয়েত যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ বার্তা নিয়ে । রোববার কুয়েতের উদ্দেশে মন্ত্রী ঢাকা ছেড়ে যাবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে। ড. মোমেন কুয়েতের নতুন আমীর শেখ নাওয়াফ আল আহমাদ আল সাবাহর দায়িত্ব গ্রহণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন। পরে নতুন আমীরের সঙ্গে সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তা পৌঁছে দেবেন ড. মোমেন। আগামী ৬ই অক্টোবর পররাষ্ট্রমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনও মন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন।
গত ২৯শে সেপ্টেম্বর কুয়েতের আমীর শেখ সাবাহ আল আহমাদ আল সাবাহ মৃত্যুবরণ করায় দেশটির নতুন আমীরের দায়িত্ব পেতে যাচ্ছেন শেখ নাওয়াফ আল আহমাদ আল সাবাহ। তিনি সদ্য প্রয়াত আমীরের সৎ ভাই।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
