পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন করোনা মহামারির কারণে দক্ষিণ কোরিয়া থেকে দেশে এসে আটকেপড়া বাংলাদেশিকর্মী ও শিক্ষার্থীদের সেখানে যেতে ভিসা প্রক্রিয়া সহজ করার জন্য দেশটির পররাষ্ট্রমন্ত্রী ক্যাং কিউন-হোয়াকে অনুরোধ করেছেন।
জবাবে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ক্যাং কিউন-হোয়া বিষয়টি সমাধানে পররাষ্ট্রমন্ত্রীকে আশ্বস্ত করেন।
মঙ্গলবার বিকালে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে আলাপ করেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন।
দুই পররাষ্ট্রমন্ত্রীর টেলিফোন আলাপে কোভিড-১৯ পরিস্থিতির মধ্যে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয়, আঞ্চলিক এবং বিশ্ব ইস্যুতে কাজ করার বিষয়ে আলোচনা হয়। এ সময় উভয়পক্ষ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে একসঙ্গে কাজ করার বিষয়ে একমত পোষণ করেন।
মোমেন কোরিয়ান পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশে একটি ভোকেশনাল ট্রেনিং সেন্টার খোলার অনুরোধ জানান। কোরিয়ান পররাষ্ট্রমন্ত্রী মোমেনের এই আইডিয়াকে স্বাগত জানান।
ফোনালাপে রোহিঙ্গা ইস্যুটি উঠে আসে। রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেন কোরিয়ান পররাষ্ট্রমন্ত্রী।
