ঢাকার দুই সিটি করপোরেশন অবশেষে রাজধানীর জলাবদ্ধতা নিরসনের দায়িত্ব পেতে যাচ্ছে । এতদিন ওয়াসার হাতে এই দায়িত্ব থাকলেও সংস্থাটি তাদের দায়িত্ব সঠিকভাবে পালনে ব্যর্থ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ঢাকার দুই সিটি মেয়রের আগ্রহে দায়িত্ব হস্তান্তরের এই সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

আগামীকাল রবিবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগে আয়োজিত সভায় আনুষ্ঠানিকভাবে দুই সিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে।

শনিবার স্থানীয় সরকার বিভাগের জনসংযোগ কর্মকর্তা মো. হায়দার আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

হায়দার আলী জানান, স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলামের সভাপতিত্বে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই মেয়র, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং অন্য কর্মকর্তারা এই সভায় উপস্থিত থাকবেন।

জনসংযোগ কর্মকর্তা বলেন, ‘সভায় আলোচনার মাধ্যমে বৃষ্টির পানি নিষ্কাশনের দায়িত্ব ঢাকা ওয়াসার কাছ থেকে উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের কাছে হস্তান্তরের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।’

রাজধানীর জলাবদ্ধতার বিষয়ে গত ২২ জুলাই দক্ষিণ সিটি মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, শহরের জলাবদ্ধতা নিরসনের দায়িত্ব ওয়াসা ও পানি উন্নয়ন বোর্ডের ওপর অর্পিত। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তারা সে দায়িত্ব পালনে চরমভাবে ব্যর্থ হয়েছে। দায়িত্ব আমাদের দিন, আমরা দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনার মাধ্যমে ঢাকা শহরের জলাবদ্ধতা নিরসন করব।

‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯’ এর দ্বিতীয় ও তৃতীয় তফসিলের বিভিন্ন বিধি, ধারা ও উপধারা উল্লেখ করে মেয়র জানিয়েছেন, সিটি করপোরেশনের আওতাভুক্ত এলাকায় পানি নিষ্কাশন, জলাধার সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ করতে সিটি করপোরেশনরই দায়বদ্ধ। দীর্ঘদিন ঢাকা ওয়াসা ও পানি উন্নয়ন বোর্ড-পাউবো জলাধার সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ ও পানি নিষ্কাশনসহ জলাবদ্ধতা নিরসনের সেই দায়িত্ব তাদের আওতায় রেখেছে।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031