ঢাকা :সাব্বিরের ফিটনেস নিয়ে বিসিবির ট্রেনার বলেন, ‘ফিটনেস নিয়ে সাব্বির অনেক পরিশ্রম করে। ছুটির দিনে কিংবা অবসরে ও নিয়মিত জিমে ব্যস্ত থাকে। আমার মতে সাব্বির জাতীয় দলের সুপারম্যান।

’তবে সাব্বিরের এমন সনদ ২২ গজেও দেখা যায়। ফিল্ডিং আর ব্যাটিংয়ে দারুণ সব পারফরম্যান্স দলকে উপহার দিয়ে থাকেন সাব্বির। বিসিবির ট্রেনার ইফতেখারুল ইসলামের অধীনেই চলছে টাইগারদের ফিটনেস ক্যাম্প। ক্যাম্পে নিজেদের ফিটনেস ঠিক রাখার জন্য বেশ ঘাম ঝরাচ্ছেন বাংলাদেশের ক্রিকেট সারথিরা। তবে সবার চেয়ে কিছুটা আলাদা ড্যাশিং ব্যাটসম্যান সাব্বির রহমান। নিয়মিত রুটিনের বাইরেও জিমে সময় কাটান এই সেনসেশন। তাইতো তাঁর ফিটনেস নিয়েও বেশ উচ্ছ্বসিত গুরু ইফতেখারুল।

২০১৪ সালে একদিনের ক্রিকেটে অভিষেক হয় সাব্বিরের। এখন পর্যন্ত ২৩ ম্যাচ থেকে ৪৮২ রান করেছেন তিনি। যার মধ্যে ২টি অর্ধশতকও রয়েছে। এ ছাড়া টি-টোয়েন্টিতে রীতিমত দাপট দেখাচ্ছেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। ২৬ ম্যাচ খেলে ঝুলিতে পুরেছেন ৬০৪ রান।

খেলা হল না কেবল সাদা পোশাকের জার্সি গায়েই। এবার সেই জার্সিও গায়ে জড়াতে চান তিনি। আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) দিয়েই টেস্টে প্রত্যাবর্তন করতে আগ্রহী সাব্বির। গত মঙ্গলবার সেই স্বপ্নের কথাই বললেন তিনি।

দেশের জন্য সর্বদাই ভালো খেলতে চাই। সামনে বিসিএল আছে। সেখানে ভালো কিছু করতে পারলে ইংল্যান্ড সিরিজেও জায়গা হতে পারে এমনটি উল্লেখ করে সাব্বির বলেন, ‘সামনে বিসিএল আছে। যেটি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ বিসিএলে ভালো করতে পারলে আসছে ইংল্যান্ড সিরিজে সুযোগ হতে পারে। সব সময়ই ভালো করার চেষ্টা থাকে। সামনে সেটি অব্যাহত থাকবে।’

এর আগে গত ২০ জুলাই থেকে মিরপুরের হোম অফ ক্রিকেটে ফিটনেস অনুশীলন শুরু করেন মাশরাফিরা। ব্যক্তিগত কারণে টাইগারদের অনুশীলন ক্যাম্পে উপস্থিত হতে পারেননি কন্ডিশনিং কোচ মারিও ভিল্লাভারায়ন।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলার কারণে ক্যাম্পে যোগ দিতে পারেন নি দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আর পেস সেনসেশন মোস্তাফিজুর রহমান কাউন্টি খেলার উদ্দেশ্যে ইংল্যান্ডে থাকায় ক্যাম্পের সঙ্গে নেই।

প্রসঙ্গত, গত ১ জুলাই গুলশানে জঙ্গি হামলার পর থেকেই বিদেশি স্টাফদের মাঝে আতঙ্ক বিরাজ করছিল। যার ফলে পারিবারিক কারণ দেখিয়ে চাকরিও ছেড়েছেন বিসিবির ক্রিকেট ডেভেলপম্যান্টের ফিজিওথেরাপিস্ট ব্রেট হ্যারপ। তবে ভিল্লাভারায়নও কি এমন কিছু করবেন? জানতে হলে অপেক্ষায় থাকতে হবে।
Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031