ঢাকা : ১৪০০ জন যাত্রীধারণক্ষমতার বাসটি শুধু রাস্তার অপচয় রোধ করবে না, বায়ুদূষণও কমাবে।  যানজট এড়িয়ে গন্তব্যে পৌঁছাতে চীনে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে ‘স্ট্র্যাডল’ বাস। এই বাসের বিশেষত্ব হলো, এর নিচ দিয়ে অনায়াসে চলাফেরা করতে পারে অন্যান্য সাধারণ যান।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম পিপলস ডেইলি জানায়, গতকাল মঙ্গলবার টিইবি-১ নামে ট্রানজিট এলিভেটেড বাসটি (টিইবি) চীনের উত্তরাঞ্চলের হাবেই প্রদেশের কুইনহোয়াংদাও শহরে পরীক্ষামূলক চালানো হয়।

পত্রিকাটিতে আরও বলা হয়, বিদ্যুচ্চালিত এই বাসের দৈর্ঘ্য ২৪ মিটার এবং প্রস্থ ৭.৮ মিটার। রাস্তার দুই পাশে বিশেষভাবে স্থাপন করা ট্র্যাকে থাকে বাসের চাকা। ফলে বাসের নিচ দিয়ে অনায়াসে চলতে পারে অন্যান্য গাড়ি।

এই বছরের মে মাসে চীনা একটি প্রতিষ্ঠান স্ট্রেডল বাসের ডিজাইন প্রকাশ করে। পুরো বিশ্বে তখন নতুন ডিজাইনের এই বাস নিয়ে হইচই পড়ে গিয়েছিল।

বিশালাকৃতির এই বাসটি ‘ল্যান্ড এয়ারবাস’ নামেও পরিচিত। বেইজিংয়ের ট্রানজিট এক্সপ্লোর বাস এই ধারণার উদ্ভাবক। শহরটির প্রযুক্তি মেলায় এটি প্রদর্শিত হয়েছিল। গাড়িটির গতিবেগ ঘন্টায় ৬০ কিলোমিটার।

স্ট্র্যাডলিং বাস প্রকল্পের প্রধান প্রকৌশলী সং ইউজোউ বলেন, “ইলেকট্রিক এই বাসটি প্রচলিত ৪০টি বাসের বিকল্প হিসেবে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম। প্রতি বছর ৮০০ টন জ্বালানি সাশ্রয় করবে এই বাস। তাছাড়া, কার্বন নির্গমন কমাবে২ হাজার ৪৮০ টন।”

চীনের বেশ কিছু শহর ইতিমধ্যে নতুন এই বাসের প্রতি আগ্রহ প্রকাশ করেছে

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031