বিচারপতি আশরাফুল কামাল সাইকেলে করে হাইকোর্টে আসলেন। আজ রোববার সকালে বাসা থেকে তিনি সাইকেলে করে হাইকোর্টে আসেন। তিনি সুপ্রিম কোর্ট আইনজীবীদের সাইক্লিং ক্লাবের উপদেষ্টা। এ সময় তার সাথে ছিলেন ক্লাবের সভাপতি ইমতিয়াজ ফারুক, সেক্রেটারি মাহফুজ বিন ইউসুফ, জয়েন্ট সেক্রেটারি জামিউল হক ফয়সাল।
বিষয়টি নিশ্চিত করে জামিউল হক ফয়সাল জানান, আজ সকাল ৯টায় কাকরাইল জাজেস কোয়ার্টার থেকে বিচারপতি আশরাফুল কামাল স্যারসহ আমরা তিনজন সাইকেল চালিয়ে হাইকোর্টে আসি। এ সময় স্যার সাইকেলের জন্য আলাদা লেন-এর দাবি জানান।
