মার্কিন বিশেষজ্ঞরা মডার্না আবিস্কৃত করোনা ভাইরাসের টিকা জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দিতে সুপারিশ করেছেন। এ বিষয়ে গঠিত প্যানেল এই টিকা ব্যবহারের পক্ষে ২০-০ ভোট দিয়েছেন। ফলে আনুষ্ঠানিকভাবে এটা অনুমোদন দেয়া যুক্তরাষ্ট্রের ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশনের (এফডিএ) জন্য সময়ের ব্যাপার মাত্র। যেকোন সময় যুক্তরাষ্ট্রে জরুরি ব্যবহারের জন্য তারা এই টিকা অনুমোদন দিতে পারে। যদি তা-ই হয়, তাহলে আগামী সপ্তাহের প্রথম দিক থেকে যুক্তরাষ্ট্রে এই টিকার ব্যবহার শুরু হতে পারে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। কয়েকদিন আগে প্রথম ফাইজারের টিকা অনুমোদন দেয় যুক্তরাষ্ট্র। এরপর মডার্নার টিকা অনুমোদন দেয়ার অগ্রগতিতে অনেকেই স্বস্তি প্রকাশ করেছেন।

কারণ, এই মধ্যে শুধু যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসের সংক্রমণে সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন। তাদের সংখ্যা তিন লাখের ওপরে।
মডার্নার টিকা বিষয়ে উপদেষ্টা পরিষদ বৃহস্পতিবার বিশেষ বৈঠকে বসে। সেখানে এই টিকা ব্যবহারের পক্ষে ২০ ভোট পড়ে। বিপক্ষে কেউই ভোট দেন নি। একজন উপদেষ্টা ছিলেন অনুপস্থিত। মডার্নার টিকা ফাইজারের টিকার মতো অতো চরম ঠান্ডায় বা মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াস থেকে মাইনাস ৮০ ডিগ্রি সেলসিয়াসে রাখার প্রয়োজন হয় না। মডার্নার টিকা রাখতে হয় মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস। ফলে ফাইজারের চেয়ে এই টিকা স্থানান্তর এবং সংরক্ষণ সহজ। পরীক্ষায় এই টিকা শতকরা ৯৪ ভাগ কার্যকর ও নিরাপদ প্রমাণিত হয়েছে। মডার্না ম্যাচাচুসেটসের কেমব্রিজে অবস্থিত একটি কোম্পানি। তারা বলেছে, অনুমোদন দেয়ার পরই তারা বিপুল পরিমাণ টিকা তৈরি করবে সেখানে। অন্যদিকে ফাইজারের টিকা তৈরি হচ্ছে জার্মানি, বেলজিয়াম সহ বেশ কয়েকটি দেশে। এরই মধ্যে মডার্নার টিকা ২০ লাখ ডোজ কেনার পরিকল্পনা করেছে কানাডা সরকার। বৃটেন আগে থেকেই অর্ডার দিয়ে রেখেছে ৭০ লাখ ডোজ। গত মাসে ইউরোপীয়ান ইউনিয়ন ৮ কোটি ডোজ কেনার চুক্তি হয়েছে বলে ঘোষণা দিয়েছে। এই টিকা জাপান কিনছে ৫ কোটি ডোজ, দক্ষিণ কোরিয়া ২ কোটি ডোজ, সুইজারল্যান্ড ৭৫ লাখ ডোজ।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031