মোটর মালিক শ্রমিক ঐক্য পরিষদ পাবনার শ্রমিকদের মারধর গাড়িতে চাঁদাবাজি সহ নানা অনৈতিক কাজের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে পাবনা থেকে সকল রুটে অনির্দিষ্টকালের সকল পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে । এই ধর্মঘটের কারণে পাবনা থেকে কোনো স্থানে কোনো যানবাহণ চলাচল করে নাই এবং অন্য কোনো স্থানের যানবাহর ঢুকতে দেয়া হয়নি। এতে সাধারণ যাত্রীরা পড়েছে বিপাকে।

পাবনা জেলা মটর মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহবায়ক মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব এ তথ্য নিশ্চিত করে জানান, ধর্মঘট চলাকালে পাবনা থেকে ঢাকাসহ উত্তর ও দক্ষিণবঙ্গের সকল রুটে সব ধরনের পরিবহন চলাচল বন্ধ থাকবে। পাবনা-ঢাকা মহাসড়ক ও শাহজাদপুর উপজেলা মহাসড়কে মালিক-শ্রমিদের চাঁদাবাজি, শ্রমিকের ওপর নির্যাতন,  কথায় কথায় যানবাহন ভাংচুর ও ক্ষতিপূরণ প্রদান, স্থানীয় মালিক-শ্রমিক ট্রেড ইউনিয়নের মাধ্যমে অবৈধ পরিবহন নিয়ন্ত্রণ, ব্যাক্তি স্বার্থ সংরক্ষণ, একক আধিপত্য বিস্তার ও পরিবহণ আইনের অপব্যবহার বন্ধের দাবী সহ সিরাজগঞ্জের সরিষাকোল, দিলরুবা ও বিসিক এলাকায় যাত্রী ওঠা-নামায় বাধা দেওয়া বন্ধ এবং শাহজাদপুরে পাবনার বাস কাউন্টার সুবিধা দেয়ার দাবী জানিয়ে আসছিলাম। এ বিষয়ে গত ২৭ ডিসেম্বর পাবনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের কাছে বিষয়টির স্থায়ী সমাধান দাবি করা হয়। সেখান থেকে তিনদিনের আল্টিমেটাম দিয়ে জানানো হয়, এ সকল সমস্যার সমাধান না হলে বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হবে। উদ্ভূত সমস্যার সমাধান না হওয়ায় এই ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।
তিনি আরো জানান, সিরাজগঞ্জের শাহজাদপুর মহাসড়ক দিয়ে পাবনার সকল বাস ঢাকায় যাতায়াত করে।

কিন্তু মাঝেমধ্যেই সিরাজগঞ্জের শাহজাদপুরের বাস মালিক-শ্রমিকরা পাবনার বাস চালক ও শ্রমিকদের মারধর করে। পাবনার বাসগুলোকে তাদের আগে যেতে দেয়া হয়না, তুচ্ছ ঘটনার অজুহাতে মাঝেমধ্যেই শ্রমিকদের মারধর করে। গত ২৪ ডিসেম্বর একইভাবে পাবনা এক্সপ্রেসের দুই সহকারিকে মারধর করে তারা। আমাদের এই আন্দোলন বা কর্মসূচী সরকারের বিরুদ্ধে নয়। সিরাজগঞ্জের শাহজাদপুরের বাস মালিক শ্রমিকদের বিরুদ্ধে। আমরা স্থায়ী সমাধান দাবি করছি। সমাধানের লক্ষ্যে প্রশাসন যেকোনো সময় আমাদের ডাকলে আমরা বসতে প্রস্তুত আছি। সমাধান না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031