জাতিকে “একতাবদ্ধ হতে, সুস্থ হয়ে উঠতে এবং ২০২১ সালে পুনর্গঠনের” আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বাইডেন বৃহস্পতিবার ইংরেজি নববর্ষের প্রাক্কালে এক বার্তায়।
টুইটারে বাইডেন লেখেন, জাতি হিসেবে আমরা যেসব চ্যালেঞ্জের মুখোমুখি সেগুলো রাতারাতি দূর হয়ে যাবে না৷ কিন্তু আমরা যখন আরেকটি নতুন বছর শুরুর প্রহর গুণছি, সেই মুহুর্তে আরো ভালো দিনের সম্ভাবনা সম্পর্কে আমি নতুন করে আশার জাল বুনছি। কষ্ট এবং ক্ষয়ক্ষতিপূর্ণ একটি বছর শেষে আসুন আমরা ২০২১ সালে একতাবদ্ধ হই, সুস্থ হই এবং পুনর্গঠন করি।
এরপর আরেক টুইটে বাইডেন লিখেছেনঃ
“২০২১ সালে আমরা আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণ করতে যাচ্ছি।”
