জানুয়ারির দলবদলের হওয়া ইউরোপিয়ান ফুটবলে বইছে । প্রথম দিনেই বৃটিশ সংবাদমাধ্যমের শিরোনামে ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার এরিক গার্সিয়া। ডেইল মেইল লিখেছে, ১৯ বছর বয়সী এই ডিফেন্ডার গোপনে চুক্তি সেরেছেন বার্সেলোনার সঙ্গে। জুন পর্যন্ত ম্যানসিটির সঙ্গে চুক্তি রয়েছে গার্সিয়ার। নতুন মৌসুমের শুরু থেকেই বার্সেলোনার জার্সিতে মাঠে নামতে এখনই আনুষ্ঠানিকভাবে চুক্তিটা সেরে রাখতে চাইছেন এই স্প্যানিশ ডিফেন্ডার।
গার্সিয়ার বার্সা-প্রেম অবাক হওয়ার মতো নয়। তিনি বার্সেলোনার বিখ্যাত একাডেমী লা মাসিয়াতেই ফুটবলের পাঠ নিয়েছেন। ১৭ বছর বয়সে পাড়ি জমান ম্যানচেস্টার সিটিতে। বয়সভিত্তিক দল পেরিয়ে গার্সিয়া সিটিজেনদের মূল দলের অন্যতম ভরসা।
গার্সিয়ার ম্যানসিটি ছাড়তে চাওয়ার আরেকটি কারণ প্রথম একাদশে সুযোগ না পাওয়া। চলতি মৌসুমে মাত্র চার ম্যাচে ছিলেন শুরুর একাদশে। সব প্রতিযোগিতা মিলিয়ে সাত ম্যাচে মাঠে নেমে খেলেছেন মোটে ৪৯৮ মিনিট।
চলমান মৌসুমের শুরুতে গার্সিয়াকে পেতে চেয়েছিল বার্সেলোনা। কিন্তু ম্যানসিটি ৩ কোটি ইউরোর নীচে গার্সিয়াকে ছাড়তে নারাজ হওয়ায় পিছু হটে কাতালান ক্লাবটি। নড়বড়ে রক্ষণ নিয়ে চিন্তিত বার্সা এই মৌসুমে অবশ্য পাচ্ছে না গার্সিয়াকে। চুক্তি সেরে রাখলেও আগামী জুনে গার্সিয়া পা রাখবেন ন্যু ক্যাম্পে। ফ্রি ট্রান্সফারেই নিজ দেশে ফিরবেন গার্সিয়া।
