প্রাথমিকভাবে জি-টু-জি ব্যবস্থায় বাংলাদেশের জনগণের জন্য টিকা পাঠাবে ভারত ভারতের সিরাম ইনস্টিটিউট টিকা রপ্তানি করতে পারবে না মর্মে বহুল প্রচারিত খবরে বাংলাদেশে যে উদ্বেগ দেখা দিয়েছে তার প্রেক্ষিতে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন। শুরুতে এটি বাণিজ্যিক ব্যবস্থাপনার আওতায় হবে না। তবে ব্যাপকভিত্তিক উৎপাদন নিশ্চিত হওয়ার পর বাণিজ্যিক চুক্তির আওতায় বাংলাদেশে টিকা সরবরাহ করা হবে। প্রতিবেশী বাংলাদেশের জনগণ প্রথম থেকেই টিকা পাবে জানিয়ে সচিব ঢাকার সংবাদ মাধ্যমকে বলেন, সিরাম-প্রধানের যে বক্তব্য মিডিয়ায় এসেছে, তা আমাদের নজর কেড়েছে। এতে প্রতিবেশী বাংলাদেশের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। কারণ ভারত বরাবরই প্রতিবেশীদের অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনায় নিয়ে থাকে। এবারও তার ব্যতিক্রম হবে না। ভারতের পররাষ্ট্র সচিব এ-ও বলেন, প্রাথমিকভাবে বাংলাদেশের টিকা পাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
