সিলেট মহানগর পুলিশে সংস্কার চলছে নতুন পুলিশ কমিশনার নিশারুল আরিফ যোগদানের পর । বন্দরবাজার ফাঁড়িতে পুলিশি নির্যাতনে রায়হান হত্যার ঘটনার পর টনক নড়ে উর্ধ্বতনদের। এরপর নতুন কমিশনার হিসেবে তিন মাস আগে সিলেটে পোস্টিং দেয়া হয় ডিআইজি নিশারুল আরিফকে। তিনি যোগদানের পর সিলেট পুলিশের ইমেজ ফেরাতে নানা কর্মসূচি হাতে নিয়েছেন। এই কর্মসূচির অংশ হিসেবে বুধবার সিলেট মেট্রোপলিটন পুলিশের অধিভুক্ত ৬ থানার ওসিকে বদলি করা হয়েছে। তাদের স্থলে নতুন ওসিদের নিয়োগ দেওয়া হয়েছে। বদলি হওয়া ওসিদের মধ্যে রয়েছেন- কোতোয়ালী থানায় মোহাম্মদ সেলিম মিঞা, দক্ষিণ সুরমায় আক্তার হোসেন, শাহপরানে আব্দুল কাইয়ুম, জালালাবাদে অকিল উদ্দিন আহমদ, বিমানবন্দরে শাহাদাত হোসেন এবং মোগলাবাজার থানায় সাহাবুল ইসলাম। তাদের মেট্রোপলিটন পুলিশের সংযুক্ত করে সিলেট থেকে বদলি করা হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) এবিএম আশরাফউল্লাহ তাহের সন্ধ্যায় মানবজমিনকে জানিয়েছেন- ‘রুটিন ওয়ার্ক হিসেবে ওসিদের বদলি করে নতুন ওসি নিয়োগ দেওয়া হয়েছে। পুলিশের এই বদলি নিয়মিত হয়। এখানে বিশেষত্ব বলতে কিছুই নেই।’ তিনি জানান- ‘পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে এসএমপির ছয়টি থানার ওসিদের গেল সপ্তাহে অন্যত্র বদলি করা হয়। এ ছয় থানায় নতুন হিসেবে আরও ছয়জনকে দায়িত্ব প্রদান করা হয়েছে।’ নতুন দায়িত্ব পাওয়া ওসিদের মধ্যে রয়েছেন- মোগলাবাজার থানায় মো. শামসুদ্দোহা, এয়ারপোর্ট থানায় মো. মাইনুল জাকির, কোতোয়ালি থানায় এসএম আবু ফরহাদ, জালালাবাদ থানায় মো. নাজমুল হুদা খান, শাহপরান থানায় সৈয়দ আনিসুর রহমান ও দক্ষিণ সুরমা থানায় মো. মনিরুল ইসলাম। তারা দ্রুততম সময়ের মধ্যে দায়িত্ব গ্রহণ করবেন বলে জানিয়েছে এসএমপি পুলিশ।
Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031