চট্টগ্রাম : দেশ এখন নিম্ন মধ্যম আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হচ্ছে। প্রধানমন্ত্রী কোন অপশক্তিকে তোয়াক্কা করেনা। বিশ্বব্যাংককে চ্যালেঞ্জ করে ২৬ হাজার কোটি টাকার পদ্মা সেতু করছেন তিনি। এখন বিশ্ব রাজনীতির নতুন ষড়যন্ত্র জঙ্গী হামলা। দেশের মধ্যে নতুন সমস্যা হচ্ছে জঙ্গীবাদ। হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান, মুসলমান সৌহাদ্যেপূর্ণ পরিবেশে একসাথে বসবাস করে আসছে এদেশে। সা¤প্রদায়িক স¤প্রীতির এদেশে জঙ্গীবাদ ও সন্ত্রাস মানুষের জন্য মঙ্গলজনক নয়। আমাদের নবী হযরত মুহাম্মদ (সা:) কখনও মানুষ হত্যা করেননি এবং কখনও করার জন্য বলেননি। বিদায় হজ্বে তিনি ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করার জন্য বার বার তাগিদ দিয়েছেন। যার যার ধর্ম তার তার কাছে তিনি বিদায় হজ্বে বলে গেছেন। ইসলামের নামে মানুষ হত্যা, পেট্রোল বোমা মারা ও অন্য ধর্মাবলম্বীকে অত্যাচার করা হারাম। যারা জঙ্গীদের সাথে জড়িত থেকে মানুষ খুন করে তারা মাদ্রাসার ছাত্র নয়। তারা ইংলিশ মিডিয়ামে পড়ালেখা করে। তাদের ইসলাম সম্পর্কে কোন শিক্ষা নেই। দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য জঙ্গীবাদ ঘটাচ্ছে ষড়যন্ত্রকারীরা। বিদেশ থেকে টাকা এনে আমাদের ছেলেদের জঙ্গীবাদের দিকে ধাবিত করে তারা, তাদের ছেলেকে কিন্তু জঙ্গী বানায় না। ঈদের জামাতে যারা আক্রমণ করে তারা জঙ্গী, মুসলমান নয়। জঙ্গীদের লাশ পরিবার পর্যন্ত গ্রহণ করে না। তাই শেয়াল কুকুর খাবে তাদের দেহ। শনিবার (৬ আগস্ট) বিকালে পোমরা উচ্চ বিদ্যালয় আয়োজিত বিদ্যালয় মাঠে পরিচালনা পরিষদ, অভিভাবক ও শিক্ষার্থী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। পোমরা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদ সভাপতি মফজ্জল আহমদ কন্ট্রাক্টরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ আলী শাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার, সহকারি কমিশনার(ভূমি) সুমনি আক্তার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মামুন, রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবির, পোমরা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম টিপু, শিক্ষক হাবিবুল­াহ, এস.এম পেয়ারুল হক, সৈয়দুল আলম প্রমুখ। উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা জসিম উদ্দিন মুন্সি, পরিচালনা পরিষদ সদস্য জোনাইদুল আলম চৌধুরী, জাহেদুল ইসলাম, হারুন তালুকদার, আব্দুস সবুর, মো. শামসুদ্দিন, জানে আলম, লোকমানুল হক প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বাল্যবিয়ে, যৌতুক প্রথা, মাদক ও জঙ্গীবাদের বিরুদ্ধে সচেতন হওয়ার জন্য অভিভাবকদের আহবান জানান।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031