ঋষিগঙ্গা হাইড্রো পাওয়ার প্রজেক্টের টানেলে আটকে পড়া ৩৪ জন শ্রমিকের পাঁচদিনে পৌছালো ভয়াবহ তুষারধসে পড়া উত্তরাখণ্ডের উদ্ধারকাজ, কিন্তু এখনও সন্ধান মিলল না । যতই দিন যাচ্ছে ততই এদের বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ থেকে ক্ষীণতর হচ্ছে। বৃহস্পতিবার থেকে শুক্রবার সকাল পর্যন্ত উদ্ধার কাজ দুবার ব্যাহত হয় হঠাৎ ঋষিগঙ্গা ও ধৌলিগঙ্গার পানির তোড় বেড়ে যাওয়ায়। টানেলের মধ্যে জলস্তর ২১ মিটারের বিপজ্জনক সীমা পেরিয়ে যাওয়ার পর জরুরি ভিত্তিতে এক্সকাভেটর, জেনারেটার সহ সব যন্ত্রপাতি সরিয়ে নিতে হয়। উদ্ধারকাজে ব্যাবহৃত ড্রোন গুলি জানিয়ে দেয় বেলা দুটো নাগাদ যে জলস্তর বিপজ্জনক সীমা ছাড়াচ্ছে। এরপর ৫০ জনের উদ্ধারকারী দল ও যন্ত্রপাতি সরিয়ে নেওয়া হয়। ২ ঘন্টা পর জলস্তর কমলে আবার উদ্ধারকাজ শুরু হয়। তপোবন এলাকায় বৃহস্পতিবার আরো দুটো মৃতদেহ উদ্ধার হওয়ায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৪ জনে। এখনও ১৬৮ জন নিখোঁজ রয়েছে। এদের মধ্যে প্রাণের স্পন্দন কতটুকু আছে সেটাই এখন সন্দেহ।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | |||
| 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |
| 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
| 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 |
| 26 | 27 | 28 | 29 | 30 | 31 | |
