টাইগাররা সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টের দ্বিতীয়দিনে সফররত ওয়েস্টি ইন্ডিজকে দ্রুত অলআউট করার লক্ষ্যেই আজ মাঠে নেমেছে । অলআউট করতে আর মাত্র ৫ উইকেট দরকার স্বাগতিকদের। প্রথমদিন শেষে ৫ উইকেটের বিনিময়ে ২২৩ সংগ্রহ করে ক্যারিবীয়রা।

এর আগে বুধবার দিনের শুরুতে টস জিতে ব্যাট করতে নামে সফররত ওয়েস্ট ইন্ডিজ। ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত খেলতে থাকে ক্যারিবীয়রা। দলীয় ৬৬ রানে তারা প্রথম উইকেট হারায়। তাইজুল ইসলামের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান ক্যারিবীয় ওপেনার জন ক্যাম্পবেল। এরপর দ্বিতীয় উইকেটে ব্যাট করতে আসা শেইন মোসেলেকে সঙ্গে নিয়ে প্রথম সেশন শেষ করেন অধিনায়ক ব্র্যাথওয়েট। এ সময় তাদের সংগ্রহ ছিল ১ উইকেটে ৮৪ রান।

দ্বিতীয় সেশনে ফিরে আর প্রথম সেশনের ভুল করেননি বাংলাদেশের বোলাররা। তারা আরও ২৯ ওভার ব্যাটিং করে স্কোরবোর্ডে যোগ করতে পেরেছে ৬২ রান, বিপরীতে হারিয়েছে ৩টি উইকেট। যার দুইটিই রাহির শিকার। অন্য উইকেট দখল করেছেন খণ্ডকালীন মিডিয়াম পেসার সৌম্য সরকার।

দলীয় ১০৪ রানে পেসার সৌম্য সরকারের বলে স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ হন ক্যারিবীয় অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট। ৪৭ রান করেছেন তিনি। পরের উইকেটে চট্টগ্রামে ইতিহাস গড়ার দুই নায়ক কাইল মেয়ার্স ও বোনার জুটি বাধেন। তবে তাদের রসায়ন জমতে দেননি আবু জায়েদ রাহি। মেয়ার্স-বোনার জুটি টিকেছে ৪০ বল। ইনিংসের ৪৮তম ওভারে তৃতীয় স্পেলে বল হাতে নিয়েই মেয়ার্সকে আউট করে দেন টাইগারদের ডানহাতি পেসার। ওয়াইড স্লিপে দাঁড়িয়ে দারুণ ক্যাচ নিয়ে ৫ রানেই মেয়ার্সের বিদায় নিশ্চিত করেন সৌম্য।

পঞ্চম উইকেট জুটিতে জার্মেইন ব্ল্যাকউড এবং এনক্রুমাহ বোনার মিলে দিনশেষ করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। কিন্তু সেটা হতে দেননি টাইগার স্পিনার তাইজুল ইসলাম। বাঁহাতি তাইজুলের করা ইনিংসের ৭২তম ওভারের শেষ বলে ফিরতি ক্যাচ দিয়ে সাজঘরের পথ ধরেন ৭৭ বলে ২৮ রান করা বোনার। তার বিদায়ে ভাঙে ৬২ রানের পঞ্চম উইকেট জুটি। শেষ ঘণ্টায় আবার উইকেটরক্ষক ব্যাটসম্যান জশুয়া ডা সিলভাকে নিয়ে প্রতিরোধ গড়েন বোনার। তাদের আস্থাশীল ব্যাটিংয়ে আর উইকেট হারাতে হয়নি ওয়েস্ট ইন্ডিজকে। ৭৪ রানে বোনার এবং ২২ রানে সিলভা অপরাজিত থাকেন।

প্রথম দিনশেষে বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন আবু জায়েদ রাহি এবং তাইজুল ইসলাম। এছাড়া একটি উইকেট নেন সৌম্য সরকার।

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031