পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে সুপ্রিম কোর্টের বিচারপতিরা ঢাকার পুরাতন কারাগারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে। শনিবার দুপুরে তারা এ শ্রদ্ধা জানান।
বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র ও স্পেশাল অফিসার মো. সাইফুর রহমান। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন বিষয়ক সুপ্রিম কোর্টের জাজেস কমিটির সভাপতি প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে কমিটির সদস্যরা পুরাতন কারাগার পরিদর্শন করেন। তিনি আরো বলেন, তারা পুষ্পস্তবক অর্পণের পর বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন। এরপর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর এবং বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা কারাগারের যেসব কক্ষে ছিলেন সেসব কক্ষ পরিদর্শন করেন।
এ সময় কমিটির সদস্য আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামান ও ওবায়দুল হাসান, হাইকোর্ট বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিম, বিচারপতি কৃষ্ণা দেবনাথ, বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম, বিচারপতি জেবিএম হাসান, বিচারপতি মো. খসরুজ্জামান ও ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলাম উপস্থিত ছিলেন।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
