বাস ট্রেইলার মুখোমুখি সংঘর্ষে ১০ জন আহত হয়েছে সাতকানিয়ায় । বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার সময় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের মাদারবাড়ি এলকার সেভেন বিএম ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।

এসময় সড়কে প্রায় এক ঘন্টা গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। ফলে মহাসড়কের উভয় পাশে শত শত গাড়ি আটকা পড়ে। পরে পুলিশ রেকার দিয়ে সড়ক থেকে ট্রেইলারটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয় বাসিন্দা সেভেন বিএম ইটভাটার মালিক শামসুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে ইটভাটার সামনে চট্টগ্রামমুখী (ঢাকামেট্রো-ঢ-৮১-০১৫৬) নাম্বারের ট্রেইলারের সাথে লোহাগাড়াগামী (চট্টমেট্রো -জ-০৫-০৩২৪) মিনি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালকসহ গাড়ির কমপক্ষে ১০ যাত্রী আহত হয়।

দুর্ঘটনার সাথে সাথে ইটভাটার শ্রমিকেরা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে স্থানীয় আশশেফা হাসপাতালে পাঠিয়ে দেন। এসময় সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। আহতদের মধ্যে হাসপাতাল থেকে ছয় জনের নাম পাওয়া যায়।

তারা হলেন, ট্রেইলারের হেল্পার জাকির সপন (৩৩), যাত্রী ফারুক (২০), আব্দুস ছালাম (৬০), হেলাল উদদীন, বাসের চালক ফজলুল হক (৬৫) ও ট্রেইলারের চালক আবু বক্কর (৩৮)।

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031