ইসরাইলের সাধারণ নির্বাচন হতে বাকি আর মাত্র দু’দিন।  সমগ্র বিশ্বের নজর এখন ইসরাইলের দিকে। এরই মধ্যে আবার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে নেমেছে হাজার হাজার ইসরাইলি জনগণ। তার বিরুদ্ধে দুর্নীতি এবং মহামারী নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার অভিযোগে গত বছরের জুলাই থেকেই দেশজুড়ে প্রতিবাদ বিক্ষোভ চলছে । কঠোর লকডাউনেও একাধিকবার আন্দোলনে নেমেছিল সাধারণ মানুষ।

নির্বাচন প্রাক্কালে যা প্রকট আকার ধারণ করেছে। টাইমস অব ইন্ডিয়ার সূত্রের খবর, ইসরাইলের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের বাইরে প্রায় কুড়ি হাজার মানুষ বিক্ষোভ করেন। এদিন বিক্ষোভকারীরা পতাকা নামিয়ে শ্লোগান দেয় ।

এই সময় বিক্ষোভকারীদের নানা রকম স্লোগান দিতে দেখা যায় । কয়েক মাসের মধ্যে এটাই ছিল সব থেকে বড় বিক্ষোভ । এদিন এক বিক্ষোভকারী বলেন, তিনি ক্ষমতা না ছাড়া পর্যন্ত আমরা বিক্ষোভ করে যাব। জানা গিয়েছে, প্রথম কোন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন, যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সাধারণ মানুষ বিক্ষোভ করছেন ।

গত বছর তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে তিনটি অভিযোগ আনা হয়েছে। তবে বরাবরই তিনি সব ধরনের অভিযোগ অস্বীকার করে আসছেন। কিন্তু আদালতে তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হলে তিনি পদত্যাগ করতে বাধ্য হবেন । যেখানে ইসরাইলের প্রধানমন্ত্রী হিসেবে বেনিয়ামিন প্রায় ১২ বছর ধরে ক্ষমতায় আছেন। আর কোন দলের সরকার গঠনে একক সংখ্যাগরিষ্ঠতা না থাকায় গত দু’বছরের কম সময়ের মধ্যে ইসরাইলে সাধারণ নির্বাচন হচ্ছে । তাই এখন এই নির্বাচনের দিকে নজর গোটা বিশ্বের।

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031