আজ মঙ্গলবার দুই বছরের বেশি সময় পরে ভারতের রাজধানী নয়া দিল্লিতে বসছে ভারত-পাকিস্তানের মধ্যে সিন্ধু নদ বিষয়ক বার্ষিক পার্মানেন্ট ইন্দুজ (সিন্ধু) কমিশনের বৈঠক। উভয় দেশের সেনাবাহিনী নিয়ন্ত্রণরেখা বরাবর অস্ত্রবিরতির যৌথ বিবৃতি দেয়ার পর এই আলোচনা শুরু হচ্ছে।

এরই মধ্যে ‘অতীতের সব ঘটনাকে কবর দিয়ে সামনে এগিয়ে’ যাওয়ার প্রত্যয় ঘোষণা করেছে পাকিস্তান। ফলে চিরশত্রু এই দুই দেশের মধ্যে যে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ দেখা যাচ্ছে তাকে বিরল হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। এর নেপথ্যে সংযুক্ত আরব আমিরাতের রাজপরিবার ভূমিকা পালন করছে বলে মিডিয়ার খবরে বলা হয়েছে। অনলাইন ওয়ানইন্ডিয়ার খবরে বলা হয়েছে, সম্প্রতি উভয় দেশ অস্ত্রবিরতির ঘোষণা দেয়ার পর আজকের বৈঠককে বেশ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এতে চুক্তির অধীনে সিন্ধু নদের পানিবন্টন, পাকাল দুল, লোয়ার কালনাই পানিবিদ্যুত স্থাপনা সহ পশ্চিমের বিভিন্ন নদী, বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। সিন্ধু নদের পানি বিষয়ক পাকিস্তানি কমিশনার সাঈদ মুহাম্মদ মেহের আলি শাহ তার প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

অন্যদিকে ভারতের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন সিন্দু নদ বিষয়ক কমিশনার পিকে সাক্সেনা।

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031