পাকিস্তানে এই ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৯৭৬ জন করোনা ভাইরাস সংক্রমণে ভারত যখন হাবুডুবু খাচ্ছে, তখন ২৪ ঘন্টায় । মারা গেছেন ১১২ জন। সব মিলে দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৭,৫০,১৫৯। ন্যাশনাল কমান্ড অ্যান্ড অপারেশন সেন্টারকে (এনসিওসি) উদ্ধৃত করে অনলাইন এক্সপ্রেস ট্রিবিউন এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, শনিবার ২৪ ঘন্টায় পাকিস্তানে নতুন ১১২ জন মৃত্যুর মধ্য দিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা এখন ১৬,০৯৪। সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন পাঞ্জাবে। এরপরেই রয়েছে খাইবার পখতুনখাওয়া প্রদেশ। ওই ২৪ ঘন্টায় দেশটিতে মোট ৪,১৮১ জন রোগী এই ভাইরাস সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন।

এ নিয়ে মোট সুস্থ হওয়া মানুষের সংখ্যা ৬,৫৪,৯৫৬। মৃতদের মধ্যে প্রায় ৪৫৪৪ জন মারা গেছেন সিন্ধুতে, ৭,৩৩৩ জন পাঞ্জাবে, ২,৮৩২ জন খাইবার পখতুনখাওয়া এবং রাজধানী ইসলামাবাদে ৬৩১ জন। বেলুচিস্তানে মারা গেছেন প্রায় ২২৩ জন। আজাদ জম্মুকাশ্মীরে ৪২৮ জন।

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031