china 2_123489_1 china 3_123489_2

আন্তর্জাতিক ডেস্ক : চীনের হুনান প্রদেশের পিনজিয়াংয়ে সিনুঝাই সেতুর ওপর এই বিয়ে অনুষ্ঠিত হয়। গত ৯ আগস্ট ছিলো চীনের ভালোবাসা দিবস। আর সেদিনই কাচের সেতুতে ঝুলন্ত অবস্থায় বিয়ের সিদ্ধান্ত নেয় তারা। এজন্য সেতুর সঙ্গে রশি দিয়ে বেশ শক্ত করেই বানানো হয় একটি বিছানা। ভূমি থেকে প্রায় ছয়শ ফুট ওপরে বেশি হাসিমুখেই তারা ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন।বিয়ের জন্য মানুষের কতই আয়োজন, তবে চীনা এক দম্পতির আয়োজন দেখে সবার চক্ষু ছানাবড়া হওয়ার যোগাড়। কারণ তারা বিয়ের জন্য বেছে নেন কাচের সেতুর সঙ্গে ঝুলন্ত বিছানা, তাও আবার নিচে রয়েছে গভীর খাদ।

চীনের হুনান প্রদেশে পাহাড় সমান উচ্চতায় নির্মিত এ কাচের সেতুটি ইতোমধ্যেই পর্যটকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। একই সঙ্গে ভয় আর আনন্দের অনুভূতি পেতে বহু পর্যটক সেখানে ছুটে যান। আকর্ষণীয় এই সেতুর মেঝেও কাচের তৈরি।

এই বিয়ের মাত্র দিনকয়েক আগে আরো পাঁচ দম্পতি তাদের জীবনের গুরুত্বপূর্ণ শপথ এই সেতুর ওপর নেয়।

Share Now
November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930