জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু দেশে আইনের শাসন নেই বলে মন্তব্য করেছেন । আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টিল প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

জিয়াউদ্দিন বাবলু বলেন, দেশে সুশাসন নেই। আইনের শাসন নেই। এখন অকারনেও মানুষ গ্রেপ্তার হচ্ছে। হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। জাতীয় পার্টি গণতন্ত্র ও সুশাসন নিশ্চিত করতে সংগ্রাম করছে। জনসাধারণের ভালোবাসা নিয়ে জাতীয় পার্টি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর নতুন বাংলাদেশ গড়বে।এসময় সভাপতির বক্তব্যে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি লিয়াকত হোসেন খোকা বলেন, জীবিত এরশাদের চেয়ে প্রয়াত এরশাদ অনেক বেশি শক্তিশালী। দেশের প্রতিটি প্রান্তে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের সমর্থক আছে। তারা লাঙল মার্কয় ভোট দিতে চায়। সাধারণ মানুষ জাতীয় পার্টিকে আরো শক্তিশালী সংগঠন হিসেবে দেখতে চায়। তাই জাতীয় পার্টিকে শক্তিশালী করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি লিয়াকত হোসেন খোকা এবং সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেন জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন। দলীয় নেতা-কর্মীদের নিয়ে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের প্রকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির শীর্ষ নেতৃবৃন্দ।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক মো: বেলাল হোসেন, গোলাম মোস্তফা, এমএ রাজ্জাক খান, লোকমান হোসেন ভুইয়া রাজু, তরিকুল ইসলাম বাবু। সভায় আরও উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য- মো: হুমায়ুন খান, মাসুদুর রহমান মাসুম, মাহমুদ আলম, সমরেশ মন্ডল মানিক, জাপা কেন্দ্রীয় নেতা- মনিরুজ্জামান টিটু, বিএম নুরুজ্জামান, জায়েদুল ইসলাম জাহিদ, শ্রী রতন সরকার, শরীফ আশরাফুল আলম, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি নেতা- সৈয়দ মনিরুজ্জামান, আবুল কালাম আজাদ কিবরিয়া, মো: জাহজাহান, মীর পলাশ, ইদি আমীন এ্যাপোলো, আলামগীর মুনকার হোসেন, ওয়াসিম, হাবিবুর রহমান, মঞ্জুর মোরশেদ ভুইয়া, রফিকুল ইসলাম, আবু তালেব চৌধুরী জিসান, মাহবুবুর রহমান কামাল প্রমুখ।

Share Now
April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930