তিন মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন সাংবাদিক নেতারা রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার, রোজিনাকে সচিবালয়ে আটকে রেখে হেনস্তার নিরপেক্ষ তদন্ত ও সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে।

আজ জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের পাঁচ সংগঠনের যৌথ বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে উপস্থিত ছিলেন বিএফইউজে, ডিইউজে, জাতীয় প্রেসক্লাব, ডিআরইউ এবং ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের নেতৃবৃন্দ।
বৈঠকে উপস্থিত কয়েকজন জানান, চার ইস্যুতে আগামীকাল (রোববার) সরকারের উর্ধ্বতন তিন মন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সিদ্ধান্ত হয়েছে। এরা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, আইনমন্ত্রী আনিসুল হক এবং তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ। আগামীকাল সকালে প্রথম বৈঠক অনুষ্টিত হবে আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে।

বৈঠকে সাংবাদিক নেতারা আশা করছেন, আগামীকাল রোববার রোজিনা ইসলাম জামিনে মুক্ত হবেন।

জাতীয় প্রেসক্লাবে বৈঠক শেষে এসব তথ্য জানান ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি কুদ্দুস আফ্রাদ। এ সময় আরও বক্তব্য দেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের চেয়ারম্যান রেজোয়ানুল হক।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031