ঢাকা : রাজধানী ঢাকাতেই অবস্থান করছে সাম্প্রতিক সময়ে দেশে জঙ্গি কর্মকাণ্ডের দুই নাটেরগুরু কানাডা প্রবাসী তামিম চৌধুরী ও মো. জিয়াউল হক। মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেছেন, তাদের ধরতে আমরাও চেষ্টা করছি এবং অন্য সবার কাছে সহযোগিতা চেয়েছি। ধরিয়ে দিতে পারলে ২০ লাখ টাকা করে পুরস্কারের ঘোষণা হয়েছে। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে তাদের দুইজনকে গ্রেপ্তার করা হবে। গতকাল সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে ঢাকার দারুস সালাম এলাকা থেকে ৫ জঙ্গিকে গ্রেপ্তারের বিষয়ে সাংবাদিকদের অবহিত করার এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। সংবাদ সম্মেলনে মনিরুল ইসলাম বলেন, কানাডার উইন্ডসরের বাসিন্দা তামিম ২০১৩ সালের অক্টোবরে দুবাই হয়ে বাংলাদেশে আসার পর থেকে নিখোঁজ হয়। জঙ্গি হামলার ঘটনায় বিভিন্ন সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে তামিম এবং জিয়াউলের জড়িত থাকার বিষয়ে তথ্য জানা যায়। তাদের দুইজনকে ধরতে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালাচ্ছে।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
