গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ১০৮ জনের মৃত্যু হয়েছে। একদিনে ফের মৃত্যু ১০০ ছাড়িয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ১৩ হাজার ৯৭৬ জনে। নতুন শনাক্ত হয়েছেন ৫ হাজার ৮৬৯ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ৮ লাখ ৭৮ হাজার ৮০৪ জন। ২৪ ঘণ্টায় ২হাজার ৭৭৬ জন এবং এখন পর্যন্ত ৭ লাখ ৯৭ হাজার ৫৫৯ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও জানানো হয়, ৫৫৪টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ২৮ হাজার ২৪৭টি নমুনা সংগ্রহ এবং ২৭ হাজার ৬৫৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
এখন পর্যন্ত ৬৪ লাখ ৬৩ হাজার ১১৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
২৪ ঘণ্টায় শনাক্তের হার ২১ দশমিক ২২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ৭৬ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৯ শতাংশ।

এদিকে, বিভাগ বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে মারা গেছেন ২৫ জন। শনাক্ত হয়েছেন ২ হাজার ১৯৬ জন। এই বিভাগে শনাক্তের হার ১৫ দশমিক ৩৫ শতাংশ। ঢাকা জেলায় (মহানগরসহ) শনাক্তের হার ১২ দশমিক ৯৫ শতাংশ। মারা গেছে ১২ জন।

ময়মনসিংহ বিভাগে মারা গেছেন ৪ জন। শনাক্ত রোগীর সংখ্যা ১৬৫ জন। শনাক্তের হার ১৭ দশমিক ১৫ শতাংশ। চট্টগ্রামে মারা গেছেন ২৩ জন। এ বিভাগে শনাক্ত রোগীর সংখ্যা ৭০৩ জন। শনাক্তের হার ২০ দশমিক ৫৭ শতাংশ। রাজশাহীতে মারা গেছেন ১৬ জন। শনাক্ত হয়েছে ৮৭১ জন। শনাক্তের হার ১৯ দশমিক ৮৩ শতাংশ। রংপুর বিভাগে মারা গেছেন ১০ জন। শনাক্তের সংখ্যা ৩৩৬ জন। শনাক্তের হার ৪১ দশমিক ৭৩ শতাংশ। খুলনা বিভাগে মারা গেছেন ২৭ জন। শনাক্ত রোগীর সংখ্যা ১ হাজার ৩২২ জন। শনাক্তের হার ৫০ দশমিক ৩৮ শতাংশ। বরিশাল বিভাগে শনাক্তের সংখ্যা ১২১ জন। শনাক্তের হার ২২ দশমিক ৯৬ শতাংশ। একই সময়ে সিলেট বিভাগে মারা গেছেন ৩ জন। শনাক্ত রোগীর সংখ্যা ১৫৫ জন। শনাক্তের হার ২৪ দশমিক ৭৬ শতাংশ।

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031