একগাদা ডকুমেন্ট ইংল্যান্ডের এক বাসস্টপেজে পড়ে আছে বৃটিশ সামরিক বাহিনীর অতি দরকারি এবং ক্লাসিফায়েড। ক্লাসিফায়েড ডকুমেন্ট মানে অত্যন্ত গোপনীয় দলিল। প্রতিরক্ষা বিষয়ক অতি স্পর্শকাতর দলিল। এতে বৃটিশ সেনাবাহিনীর বিভিন্ন বিষয়ে বিস্তারিত বর্ণনা আছে। কিভাবে এত স্পর্শকাতর ডকুমেন্ট বাসস্ট্যান্ডের মতো একটি পাবলিক প্লেসে এলো তার উত্তর দিতে পারছেন না কেউ। বিবিসিকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন ফক্স নিউজ। এতে বলা হয়েছে, এসব দলিলে আফগানিস্তানে বৃটিশ সেনাবাহিনীর সম্ভাব্য উপস্থিতি থাকার পরিকল্পনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আছে। গত সপ্তাহে ক্রাইমিয়া উপকূলে বৃটিশ যুদ্ধজাহাজ এইচএমএস ডিফেন্ডারের চলাচলের বিষয়ে রাশিয়ার জোরালো প্রতিক্রিয়া নিয়ে আলোচনা আছে এতে। লন্ডনের দক্ষিণ-পূর্বে কেন্ট এলাকায় একটি বাসস্ট্যান্ডে মঙ্গলবার আর্দ্র বা ভেজা অবস্থায় সব মিলে প্রায় ৫০ পৃষ্ঠার ডকুমেন্ট পাওয়া যায়। বিবিসি জানিয়েছে একজন সাধারণ মানুষ, যিনি নিজে নাম প্রকাশ করতে চান না, তিনি এসব ডকুমেন্ট পেয়েছেন। ওদিকে প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, গত সপ্তাহে এসব ডকুমেন্ট হারিয়ে যাওয়ার বিষয়ে রিপোর্ট করেছেন একজন কর্মচারী। মন্ত্রণালয় তার বিবৃতিতে বলেছে, এ বিষয়ক তথ্যের নিরাপত্তার বিষয়কে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে মন্ত্রণালয় এবং এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। ফলে এ নিয়ে আর মন্তব্য করা যথার্থ হবে না বলে জানিয়ে দিয়েছে তারা।
উল্লেখ্য, গত বুধবার ক্রাইমিয়া উপদ্বীপের কাছে কৃষ্ণসাগরে প্রবেশ করে বৃটিশ যুদ্ধজাহাজ এইচএমএস ডিফেন্ডার। এতে হতাশ হয়ে পড়ে রাশিয়ার সেনাবাহিনী। ওই জলভাগকে নিজেদের সীমানা বলে দাবি করে মস্কো। ওদিকে ২০১৪ সালে ইউক্রেন থেকে ক্রাইমিয়াকে বিচ্ছিন্ন করে নিজেদের বলে দাবি করে রাশিয়া। কিন্তু বৃটেনসহ বহু দেশ তাদের সেই দাবিকে প্রত্যাখ্যান করে। রাশিয়া বলেছে, বৃটিশ ডেস্ট্রয়ারের এমন অনুপ্রবেশের জবাবে সতর্কতামূলকভাবে তাতে গুলি করা হয়েছে। কিন্তু এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে বৃটেন। তারা বলেছে, বৃটেনের যুদ্ধজাহাজ রাশিয়ার জলসীমায় প্রবেশ করেনি। বৃটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তাদের জাহাজ আন্তর্জাতিক আইন অনুসরণ করে ইউক্রেনের জলসীমা দিয়ে শান্তভাবে অতিক্রম করছিল।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | |||
| 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |
| 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
| 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 |
| 26 | 27 | 28 | 29 | 30 | 31 | |
