ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় যদি কারো ত্রাণ এর প্রয়োজন হয় সেক্ষেত্রে সবার ঢাকা অ্যাপসের মাধ্যমে কিংবা ৩৩৩ নম্বরে কল দিলেই ত্রাণ বাসায় পৌঁছে দেয়া হবে সোমবার রাজধানীর বিজয় সরণি এলাকা পরিদর্শনকালে মেয়র বলেন। এছাড়া নির্দিষ্ট সময়ের পর দোকানপাট কেউ খোলা রাখতে পারবে না। নির্দেশ অমান্য করে যারা দোকান খোলা রাখেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে সিটি করপোরেশন।
তিনি বলেন, রাজধানী ঢাকাসহ সারা দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েছে। এই ভাইরাস থেকে রক্ষা করতে হলে নিজেদের জন্য, পরিবারের জন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সবাই যদি নিজ নিজ জায়গা থেকে সচেতন থাকতে পারি তাহলেই আমরা ভালো থাকতে পারব। এই করোনাকালে সবার সচেতনতা জরুরি।
বিজয় স্মরণী পরিদর্শনকালে আতিক বলেন, এখানে যানজট নিরসনে আন্ডারপাস নির্মাণের পরিকল্পনা করছে ডিএনসিসি। এছাড়া সব মোড়গুলোতে কানেকটিভিটির মাধ্যমে কীভাবে যানজট নিরসন করা যায় সে বিষয়ে আমরা পরিকল্পনা করছি।
