১৩৫ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে ভারতে তীব্র বৃষ্টিপাত ও বন্যায় । এখনো নিখোঁজ রয়েছেন আরও কয়েক ডজন। তাদের উদ্ধারে অভিযান চলছে। গত বৃহ¯পতিবার থেকেই তীব্র বৃষ্টি চলছে ভারতের পশ্চিম উপকূলবর্তী এলাকায়। দেশটির আবহাওয়া বিভাগ পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কার কথা জানিয়েছে। এ খবর দিয়েছে আল-জাজিরা।
খবরে জানানো হয়, মহারাষ্ট্রে ১১৪ জনের মৃত্যু হয়েছে বন্যা ও ভূমিধসে। এরমধ্যে মুম্বাইয়ের দক্ষিণে থাকা পাহাড়ি এক গ্রামে ভূমিধসে এক স্থানেই ৪০ জনের প্রানহানি হয়েছে। এখনও সেখানে অনেক মানুষ নিখোঁজ রয়েছেন।
এতে ভেসে গেছে কয়েক ডজন বাড়ি। পুরো গ্রামে শুধু কংক্রিটের কিছু স্থাপনা রয়ে গেছে। উদ্ধারকারীরা আরও ৯৯ জনকে উদ্ধারের জন্য মাটি সরিয়ে অভিযান চালাচ্ছে।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | |||
| 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |
| 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
| 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 |
| 26 | 27 | 28 | 29 | 30 | 31 | |
