আমর্ড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) জানিয়েছে মিয়ানমার থেকে পালিয়ে আসা দুই শিশুসহ এক নারী কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নিয়েছে বলে। গতকাল শনিবার বিকেলে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ২১ নম্বর চাকমারকূল ক্যাম্পের এ-২ ব্লকে তারা আশ্রয় নেয়। এপিবিএন ১৬ ব্যাটালিয়ানের অধিনায়ক পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মিয়ানমার থেকে পালিয়ে আসা ওই নারী হলেন- টেকনাফের ২১ নম্বর চাকমারকূল রোহিঙ্গা ক্যাম্পের এ-২ ব্লকের ১০১ শেডের বাসিন্দা আবুল হোসেনের মেয়ে রহিমা বেগম (২৭) এবং তার দুই সন্তান মোহাম্মদ খালেদ (২) ও মোহাম্মদ জয়নুল (১)। রহিমা বেগম মিয়ানমারের রাখাইন রাজ্যের আকিয়াব জেলার বুচিডং থানার তাম্মিচং এলাকার বাসিন্দা।
পুলিশ সুপার বলেন, ওই নারী দালাল চক্রের মাধ্যমে মিয়ানমার থেকে পালিয়ে এসেছে। নাফ নদীর টেকনাফের সীমান্তের লম্বাবিল পয়েন্ট দিয়ে নৌকা যোগে পার হয়ে রোহিঙ্গা ক্যাম্পে অবস্থানকারী বাবার নিকট আশ্রয় নিয়েছে।
পরে দুই শিশু সন্তানসহ ওই নারীকে ক্যাম্প ইনচার্জ (সিআইসি) কার্যালয়ে হস্তান্তর করা হয় বলে জানান এপিবিএন-এর এই পুলিশ কর্মকর্তা।
