পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম আফগানিস্তানে স্থায়ী সরকার এলে বাংলাদেশ সাহায্যের হাত বাড়াবে বলে জানিয়েছেন। আজ সোমবার কয়েকটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা তৃতীয় কোনো দেশ দ্বারা প্রভাবিত হয়ে আফগানিস্তানের বিষয়ে সিদ্ধান্ত নিতে চাই না। আঞ্চলিক সমৃদ্ধির জন্য আমরা চাই আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠিত হোক। আফগানিস্তানের মানুষের অনেক সক্ষমতা আছে। তারা সেটি ব্যবহার করে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াক।’
আফগানিস্তানে বাংলাদেশিদের যাতায়াতে কোনো নিষেধাজ্ঞা দেবেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শাহরিয়ার আলম বলেন, ‘বাংলাদেশের এমন প্র্যাকটিস নেই। স্বাভাবিকভাবে যে দেশের আইনশৃঙ্খলা ভালো নয়, সে দেশে বাংলাদেশের মানুষ যাবেন না। এটা নতুন করে বলার কিছু নেই। আমরা লিখিতভাবে না বললেও আমরা নিরুৎসাহিত করব আফগানিস্তানে যেতে। তাদের সংবিধান অনুযায়ী স্থায়ী রাষ্ট্রপতি ও সরকার শপথ নিলে বাংলাদেশ দ্বিপক্ষীয় সিদ্ধান্ত নেবে।’এ সময় ‘আফগানিস্তান থেকে তিন বাংলাদেশিকে ফেরত আনা হয়েছে, বাকিদের ফেরত আনার প্রক্রিয়া চলছে জানিয়েছে দেশটিতে কোনো বাংলাদেশি অসুবিধায় থাকলে দূতাবাসে যোগাযোগ করলে সরকার ব্যবস্থা নেবে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
এদিকে, গতকাল রোববার আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করে নেয় তালেবান। তারা কাবুল দখল করার পর যুক্তরাষ্ট্র ও এর মিত্রদেশগুলো নিজেদের লোকজনকে দ্রুত সরিয়ে নিতে কাজ করছে। এমনকি দূতাবাস বন্ধ করারও সিদ্ধান্ত নিয়েছে অনেকে। তবে সেই পথে হাঁটছে না চীন ও রাশিয়া। তারা জানিয়েছে, দূতাবাস বন্ধ করার কোনো পরিকল্পনা আপাতত নেই তাদের।
