এক বোমা হামলায় কমপক্ষে ৩ জন নিহত হয়েছে, আহত হয়েছে অর্ধ্বশতাধিক পাকিস্তানের পাঞ্জাবে । গতকাল বৃহস্পতিবার পবিত্র আশুরা উপলক্ষে বের করা এক তাজিয়া মিছিলে এই ভয়াবহ বোমা বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আলজাজিরা।

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে আলজাজিরা বলছে, বাহাওয়ালনগর শহরে ঘটানো হয় বিস্ফোরণটি। পবিত্র আশুরার সময় শিয়া মুসলিমদের বিভিন্ন আয়োজনকে কেন্দ্র করে বরাবরই নিরাপত্তা জোরদার করে পাকিস্তান। জোরদার নিরাপত্তা থাকা স্বত্ত্বেও ঘটলো এ মর্মান্তিক হামলা।

তবে কী ধরনের বিস্ফোরণ ঘটানো হয়েছে- সেটা এখনো অস্পষ্ট বলে জানিয়েছে স্থানীয় নিরাপত্তা বাহিনী। নিরাপত্তা কর্মকর্তারা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছেন। এদিকে, এখনো এই হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী।

উল্লেখ্য, মহররম মাসের ১০ তারিখে পবিত্র আশুরা পালন করে সমগ্র মুসলিম বিশ্ব। এদিন কারবালা প্রান্তরে শহীদ হন মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর দৌহিত্র ইমাম হুসেইন (রা.)।

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031