ভারতের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা তালেবানরা আফগান সেনাবাহিনীর কাছ থেকে যেসব আমেরিকান অস্ত্র জব্দ করেছে সেগুলো ভারতে পৌঁছানোর আগে পাকিস্তানে বিপর্যয় সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন । ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন থেকে এ খবর জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানে তালেবানদের বিজয়ের ফলে পাকিস্তানে আইএসআই সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীগুলো যেভাবে শক্তিশালী হয়েছে, সম্ভবত ভারতে পৌঁছানোর আগে এই অস্ত্রগুলো পাকিস্তানের মধ্যেই সহিংসতার জন্য ব্যবহার করা হবে।
প্রায় দুই দশক পর তালেবানরা আফগানিস্তান দখল করলে আফগান সেনাবাহিনী তালেবানদের কাছে আত্মসমর্পণ করে। আত্মসমর্পণ করে সমস্ত অস্ত্রশস্ত্র তুলে দেওয়ার পর পাকিস্তান সেনাবাহিনী এবং তাদের সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীগুলো এই অস্ত্রগুলোর বিপুল সরবরাহ পাচ্ছে।
ইন্ডিয়া টুডের ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, তালেবানদের লুট করা অস্ত্রের মধ্যে রয়েছে পাঁচ লাখেরও বেশি এম -১ এবং এম-৪ অ্যাসল্ট রাইফেলসহ আমেরিকান লাইট মেশিনগান এবং সাঁজোয়া যানবাহনে থাকা ৫০ ক্যালিবার অস্ত্র।
অস্ত্রের ক্যাশে স্টিল কোর বুলেট, বুলেটপ্রুফ জ্যাকেট এবং সাঁজোয়া ভেদন রাউন্ডসহ বিপুল সংখ্যক স্নাইপার রাইফেলও রয়েছে। ছোট অস্ত্র ছাড়া ইনপুটগুলো থেকে জানা যায়, পাকিস্তান হামভিসসহ দুই হাজার সাঁজোয়া যান, ইউএইচ-৬০ ব্ল্যাক হকসহ ৪০টি বিমান, অ্যাটাক হেলিকপ্টার এবং স্ক্যানইগল ছোট ড্রোনগুলো নিয়ন্ত্রণ পেতে পারে।
সেনাবাহিনীর সূত্র আরও বলেছে, কাশ্মীর উপত্যকায় নিরাপত্তা বাহিনী কাশ্মীর উপত্যকা বা অন্যান্য স্থানে এই অস্ত্রের যেকোনো প্রবাহ মোকাবিলা করার জন্য সম্পূর্ণ প্রস্তুত। সূত্র জানায়, পাকিস্তান সেনাবাহিনী যদি আফগান তালেবানদের ভারতীয় এলাকায় ঠেকানোর চেষ্টা করে, তাহলে তাদের সেইভাবেই মোকাবিলা করা হবে, যেভাবে ১৯৯০-এর দশকে তাদের মোকাবিলা করা হয়েছিল।
