কথিত আরসা নেতা মোহাম্মদ হাসিমের মরদেহ পাওয়া গেছে। মূলত রোহিঙ্গাদের গণপিটুনিতে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যংয়ের রোহিঙ্গা শিবির থেকে । গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মাহাবুবুর রহমান।

নিহত হাসিম টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উনছিপ্রাংয়ের ২২নং রোহিঙ্গা ক্যাম্পের মৃত নুরুল আমিনের ছেলে। ক্যাম্পের সাধারণ রোহিঙ্গারা জানিয়েছেন, হাসিম কথিত আরকান রোহিঙ্গা স্যালভেশন আর্মী (আরসার) সেকেন্ড ইন কমান্ড ছিলেন। অবশ্য প্রশাসনের দাবি, আরসার কোনো অস্তিত্ব বাংলাদেশে নেই।

আরসার নাম ব্যবহার করে দীর্ঘদিন ধরে ক্যাম্পে ত্রাস সৃষ্টি করে আসছিল হাসিম আইনশৃঙ্খলা বাহিনীর নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে । সে সম্প্রতি রোহিঙ্গাদের শীর্ষ নেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ড ও মাদ্রাসায় হামলা চালিয়ে ৬ জন হত্যার অন্যতম নির্দেশদাতা। সেইসঙ্গে ক্যাম্প অঘোষিত নির্যাতনযজ্ঞও চালাতো হাসিম। এমনকি যারা তার সঙ্গে থাকত, তাদের পর্যন্ত বিভিন্নভাবে নির্যাতন করত সে।

সূত্রটি আরও জানিয়েছে, এসব ঘটনার কারণে সাধারণ রোহিঙ্গারা তার উপর ক্ষিপ্ত ছিল। তাই তাকে একা পেয়ে হয়তো গণপিটুনি দিয়েছে সাধারণ জনগণ। আর এতেই তার মৃত্যু হতে পারে।

এদিকে, হাসিমের লাশ উদ্ধার করেছে টেকনাফ থানা পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031