001114_124069_1“আজ এই দিনে, ৪১ বছর আগে আমার পরিবারের অধিকাংশ সদস্যকে হত্যা করা হয়। হত্যাকারীরা এতই নিষ্ঠুর ছিলো যে আমার মামীদের এবং ১০ বছর বয়সের মামাকেও ছাড় দেয়নি। আমার নানা ছাড়া বাকি সবাইকে কোনো চিহ্নিত করা ছাড়াই বনানী কবরস্থানে দাফন করা হয়। হত্যাকারীরা ছিলো একেবারে জঘন্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তি উপদেষ্টা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় জিয়াউর রহমানকে ‘স্বৈরশাসক’ আখ্যায়িত করে বলেছেন, তিনি বঙ্গবন্ধুর হত্যাকারীদের শুধু রক্ষাই করেননি, তাদের পুরস্কৃতও করেছেন।’

জাতীয় শোক দিবস উপলক্ষে সোমবার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে জয় এই অভিযোগ করেন। পাঠকদের জন্য সজীব ওয়াজেদ জয়ের সেই স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো:
স্বৈরশাসক জিয়াউর রহমান এই খুনিদের শুধু রক্ষা করেনি বরং যেনো এই হত্যাকারীদের কখনো বিচার করা না যায় সেজন্য সে মার্শাল ল’ এর অধীনে ইনডেমনিটি অর্ডিন্যান্স পাশ করে। তাদের বিভিন্ন কূটনৈতিক পদ দিয়ে সে পুরস্কৃতও করে।

আমার মা এবং খালার কথা চিন্তা করুন, যখন এটি ঘটে, অবকাশ কাটাতে তারা দূরে। তারা সব হারিয়েছে এবং স্বদেশে ফিরতে পারছিলো না। সবচেয়ে খারাপ ছিলো যে বার্তা পাওয়ার বিষয়টি সেসময় এমন কঠিন ছিলো যে তারা নিশ্চিতভাবে এও জানতেন না যে কেউ একজন, এমনকি তাঁদের ছোট ভাইটি বেঁচে আছে কি নেই।

অনুগ্রহ করে সবাই আমার পরিবার এবং আমার সাথে আজ স্মরণ করুন বঙ্গবন্ধু এবং আমার পুরো পরিবারটিকে।”

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031