দুই ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন হালিমা খাতুন নামে সত্তোর্ধ্ব এক নারী। আজ রোববার দুপুরে তেঁতুলিয়া জার্নালিস্ট ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি ছেলেদের বিচার দাবি করেন পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ।
হালিমা খাতুন উপজেলার সদর ইউনিয়নের কলোনীপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তিনি বলেন, তার মেজো ছেলে আব্দুল হামিদ ও তার স্ত্রী জান্নাত এবং ছোট ছেলে হাবিবুল ইসলাম হাবিব দীর্ঘদিন ধরে তাকে মানসিক ও শারিরীকভাবে নির্যাতন করছেন। কয়েকদিন আগে জমি বিক্রি করলে ওই টাকা আত্মসাতে তারা উঠেপড়ে লাগে। তারা ঘরে ভাঙচুর করে। লাঠি, কোদাল ও ছোরা নিয়ে হামলা চালায়। ওই সময় বাধা দিলে বড় ছেলের বউ ফাহমিদা আক্তারের মাথায় কোদাল দিয়ে কোপ দেওয়া হয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।
তিনি আরও বলেন, তারা আমার মাথায় ছোরা দিয়ে আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়ি। এ সময় জান্নাত আমাকে মারধর করে। এই সুযোগে ঘরে ঢুকে ট্রাঙ্কের তালা ভেঙে জমি বিক্রির ৬ লাখ ৪০ হাজার টাকা এবং বড় ছেলের বউয়ের স্বর্ণালংকার নিয়ে যায় তারা।
বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দিয়েছেন বলে জানান হালিমা খাতুন। ছেলেরা তাকে মেরে ফেলার হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলনে তার বড় ছেলে হাফিজুল ইসলাম ও তার স্ত্রী উপস্থিত ছিলেন।
