পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান মাকড়সার জালের মতো খাসজমি দখলদারদের চক্র ছড়িয়ে আছে উল্লেখ করে এই চক্র ভাঙার তাগিদ দিয়েছেন । গতকাল রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে ‘চরের মানুষের জন্য ভূমি : সংস্কার ও সম্ভাবনা’ শীর্ষক এক সংলাপে তিনি এ কথা বলেন। পরিকল্পনামন্ত্রী বলেন, নানাভাবে চরের জমি দখল হয়ে যাচ্ছে।

যারা এসব করে তারা অনেক শক্তিশালী। মাথায় হাত বুলিয়ে তাদের বুঝিয়ে এসব খাসজমি উদ্ধার করতে হবে। এখন কিন্তু আমরা ঔপনিবেশিক আমলে বসবাস করছি না। একই চক্র হাজার হাজার বিঘা জমি দখল করবে- এটি হতে পারে না।

ন্যাশনাল চর অ্যালায়েন্সের প্রতিষ্ঠাতা সভাপতি ও অর্থনীতিবিদ সাবেক গভর্নর আতিউর রহমান বলেন, বাংলাদেশে ৮ হাজার ৩১৫ বর্গকিলোমিটার চর ভূমিতে বসবাস করছেন প্রায় এক কোটি মানুষ। চরের জন্য প্রাতিষ্ঠানিক কাঠামো দরকার। চরের জন্য যে তহবিল রয়েছে তা বাস্তবায়ন দরকার। সব চরে বিদ্যুৎ দেওয়া দরকার।

‘মানুষের জন্য ফাউন্ডেশন’ আয়োজিত এ সংলাপের সভাপতিত্ব করেন আতিউর রহমান। এতে আরও বক্তব্য রাখেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবীর, কৃষিবিষয়ক সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় কৃষক লীগের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি, নারী ও শিশু বিষয়ক সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য লুৎফুন্নেছা খান এবং আইন ও বিচারবিষয়ক সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য খোদেজা নাসরিন আক্তার হোসেন।

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031