কৌশল পরিবর্তন করছে যুদ্ধে রাশিয়ার প্রাথমিক কৌশল ব্যর্থ হয়েছে। ইউনিভার্সিটি অব সেইন্ট অ্যান্ড্রুজের প্রফেসর ফিলিপস ও’ব্রায়েন এ মন্তব্য করেছেন। তাই বুঝি দৃশ্যত কৌশল পরিবর্তন করছে রাশিয়া। তারা বলছে, প্রথম পরিকল্পনা সম্পন্ন হয়েছে। এখন ডনবাস অঞ্চলকে নিয়ন্ত্রণে নেয়ার লড়াই। কিন্তু ইউক্রেন বলছে, রাশিয়ার বিরুদ্ধে শক্তিশালী আঘাত দিয়েছে ইউক্রেন। এতে রাশিয়ার উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। এ জন্যই তারা বলছে প্রথম পরিকল্পনা সম্পন্ন হয়েছে।
দক্ষিণের খারসনে রাশিয়ার আরেকজন লেফটেন্যান্ট জেনারেল ইয়াকভ রেজান্তসেভ নিহত হয়েছেন বলে দাবি করেছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই যুদ্ধে রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঝুঁকি বাড়ছে বলে আবারো সতর্কতা দেয়া হয়েছে। রাজধানী কিয়েভে কারফিউর মেয়াদ বাড়ানো হয়েছে। কমপক্ষে দু’সপ্তাহ পরে প্রকাশ্যে একটি ভিডিওতে দেখা গেছে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীকে। ওদিকে জাপানের সঙ্গে বিরোধপূর্ণ কুড়িল আইল্যান্ডে সামরিক মহড়া শুরু করেছে রাশিয়া। এতে কমপক্ষে তিন হাজার সেনা অংশ নিয়েছে। রাশিয়ার বিরুদ্ধে তেলকে ব্যবহার করে বিশ্বকে ব্ল্যাকমেইল করার অভিযোগ তুলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। তিনি তেল ও গ্যাস উত্তোলনকারী দেশগুলোকে উৎপাদন বাড়ানোর আহ্বান জানিয়েছেন, যাতে রাশিয়াকে থামানো যায়। দোহা ফোরামে ভিডিও লিঙ্কের মাধ্যমে বক্তব্য রাখেন তিনি। অন্যদিকে রাশিয়া বলেছে, তাদের প্রথম মিশন সম্পন্ন হয়েছে। তারা এখন ডোনবাস এলাকাকে পূর্ণাঙ্গভাবে নিয়ন্ত্রণে নেয়ার জন্য কৌশল পরিবর্তন করেছে। ইউক্রেন বলেছে, তারা বেসামরিক লোকজনকে উদ্ধারের জন্য ১০টি মানব করিডোর প্রতিষ্ঠার চুক্তিতে পৌঁছেছে। শুক্রবার বিভিন্ন শহর থেকে উদ্ধার করা হয়েছে ৭৩৩১ জনকে। ওদিকে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষকরা দাবি করেছেন, চেরনোবিলের তেজস্ক্রিয় বর্জ্যের স্থাপনায় চার দিনে স্টাফদের পরিবর্তন করা হয়নি। ওদিকে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলছেন, রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহারের সুযোগ খুঁজছে। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।
হিরোশিমায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সফরের সময় তাকে অভ্যর্থনা জানান ফুমিও কিশিদা। বিশ্বে প্রথম এই হিরোশিমায় পারমাণবিক হামলা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে। বিশ্বে পারমাণবিক অস্ত্র আঘাত করা একমাত্র দেশ হলো জাপান। শনিবার যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রাহম ইমানুয়েলের সঙ্গে শান্তি মেমোরিয়াল ও জাদুঘর সফর করেন কিশিদা। তিনি বলেন, রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। আমি মনে করি রাষ্ট্রদূত ইমানুয়েলের হিরোশিমা সফর ও তার অভিজ্ঞতাকে দেখা হবে পারমাণবিক বাস্তবতায় শক্তিশালী একটি আন্তর্জাতিক সমাজের বার্তা হিসেবে। আমি বিশ্বাস করি আমাদের এই সফর অর্থপূর্ণ।
তবে এখন পর্যন্ত সরাসরি পারমাণবিক হামলার হুমকি দেননি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে তিনি সতর্ক করেছেন এই বলে যে, কেউ রাশিয়ার পিছু নিলে একই রকম পরিণতি ভোগ করতে হবে, যা ইতিহাসে কখনোই দেখা যায়নি। পুতিনের এই বক্তব্যকে অনেকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি হিসেবে দেখছেন। গত মঙ্গলবার ক্রেমলিনের মুখপাত্র দমিত্রি পেসকভ বলেছেন যদি দেশের অস্তিত্বের জন্য হুমকি মোকাবিলার জন্যই শুধু পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে রাশিয়া। ওদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইউক্রেনের উত্তর-পশ্চিমাঞ্চলে ঝিতোমায়ার শহরের কাছে অস্ত্র ও সামরিক সরঞ্জামের এক মজুদাগারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে রাশিয়া তা ধ্বংস করে দিয়েছে। কৃষ্ণ সাগরে নৌ জাহাজ থেকে চারটি ক্যালিবার ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।
ওদিকে কাতারে বার্ষিক দোহা ফোরামে ভার্চ্যুয়াল মাধ্যমে কমপক্ষে এক ডজন বিশ্ব নেতার সামনে ভাষণ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। তার এই বক্তব্য কর্মসূচির অংশ নয়। তবু তিনি অংশগ্রহণকারী দেশগুলোর প্রতি আহ্বান জানান মস্কোকে আরও নিঃসঙ্গ করে ফেলতে এবং রাশিয়ার তেল ও গ্যাসকে বর্জন করতে। এর ফলে যে শূন্যস্থান তৈরি হবে তা কাতারের মতো গ্যাস-সমৃদ্ধ দেশগুলোকে পূরণ করার জন্য এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
কিয়েভের গভর্নর ওলেকসান্দার পাভলিউক বলেছেন, স্লাভুটিচ শহরের নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়ার সেনারা। ওই শহরে বসবাস করেন বর্তমানে অকার্যকর চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কর্মীরা। সেখানকার হাসপাতাল দখল করেছে রাশিয়ার সেনারা। অপহরণ করেছে মেয়রকে। ওদিকে পোল্যান্ডের ওয়ারশতে ইউক্রেনের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রীদের সঙ্গে বৈঠকে যোগ দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউস থেকে এ কথা জানানো হয়। ওদিকে বেশ কয়েকদিন পরে দৃশ্যপটে হাজির হয়েছেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। তাকে সেনাদের এক মিটিংয়ে সভাপতিত্ব করতে দেখা গেছে। কমপক্ষে দু’সপ্তাহ পরে তাকে প্রকাশ্যে দেখা গেল একটি ভিডিওতে।
ওদিকে জাপানের সঙ্গে বিরোধপূর্ণ একটি দ্বীপে সামরিক মহড়া শুরু করেছে রাশিয়া। রাশিয়ার ইস্টার্ন মিলিটারি ডিস্ট্রিক্ট বলেছে, তারা কুড়িল আইল্যান্ডে এই মহড়া শুরু করেছে। এতে অংশ নিয়েছে কমপক্ষে তিন হাজার সেনাসদস্য ও কয়েক হাজার সামরিক সরঞ্জাম। তবে দ্বীপটির কোথায় এই মহড়া হচ্ছে সে সম্পর্কে কিছু বলেনি তারা।
