ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নদী সাঁতরে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে ঈমান হোসেন নামে এক বাংলাদেশি কিশোরকে গ্রেপ্তার করেছে । বিএসএফ জানিয়েছে, ঈমান তার পছন্দের চকলেট কিনতে ভারতে ঢুকেছিল। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার খালদানদী গ্রামে।

ঈমান নদী সাঁতরে নিয়মিত ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজালা জেলায় আসতো তার পছন্দের চকলেট কিনতে, ওই দিনই আবার ফিরে যেত। গত ১৩ এপ্রিল একইভাবে ভারতে ঢোকার পরে তাকে গ্রেপ্তার করে বিএসএফ।

সোনামুড়া মহকুমা পুলিশ প্রশাসক (এসডিপিও) বনজ বিপ্লব দাস জানিয়েছেন, ঈমানকে জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় পুলিশ তাকে ১৫ দিনের রিমান্ডে নিয়েছে। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে, চকলেট কিনতে ভারতে এসেছিল। তার কাছে বাংলাদেশি ১০০ টাকা পাওয়া গেছে। সে কোনো অবৈধ কাজ করেনি, বৈধ কাগজ ছাড়া ভারতে অনুপ্রবেশ করায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, বিষয়টি অধিকতর তদন্ত করা হচ্ছে। রিমান্ড শেষে তাকে আদালতে তোলা হবে। তবে তার পরিবারের পক্ষ থেকে কেউ এখনো ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেননি।

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031