প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি রাশিয়া ইউক্রেনে পরমাণু বোমা হামলা চালাবে বলে আশঙ্কা প্রকাশ করলেন । বিশ্বকে এর জন্য প্রস্তুত হতে বললেন তিনি। শুক্রবার সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি তার এই উদ্বেগের কথা বলেন। রুশ পরমাণু হামলা নিয়ে সিআইএ পরিচালকের করা মন্তব্য নিয়ে তিনি চিন্তিত কিনা এমন প্রশ্ন করা হয় জেলেনস্কিকে। বৃহস্পতিবার সিআইএ পরিচালক উইলিয়াম বার্নস বলেছিলেন, রাশিয়া কৌশলগত পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারে। প্রশ্নের জবাবে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, শুধু আমি নয়, সব দেশ ও সমগ্র বিশ্বই উদ্বিগ্ন। এই আশঙ্কা সত্যি হতে পারে। তিনি আরও বলেন, আমাদের ভয় পাওয়া চলবে না কিন্তু আমাদের প্রস্তুত হতে হবে।
কিন্তু এই প্রশ্ন শুধু ইউক্রেনের জন্য নয়, এটি সমগ্র বিশ্বের বিষয়।

গত মাসে ক্রেমলিন জানিয়েছে, রাশিয়া যদি কখনো অস্তিত্ব সংকটে পড়ে তাহলে শুধু তখনই পরমাণু বোমার ব্যবহার করবে। সাক্ষাৎকারে ডুবে যাওয়া রুশ যুদ্ধ জাহাজ মস্কভা নিয়ে প্রশ্ন করা হয় জেলেনস্কিকে। তিনি বলেন, আমরা জানি যে এই জাহাজ আর নেই। এটি আমাদের দেশের বিরুদ্ধে শক্তিশালী অস্ত্র ছিল। তাই এর ডুবে যাওয়া আমাদের জন্য কোনো ট্রাজেডি নয়। আমাদের আক্রমণ করার জন্য রুশ ফেডারেশনের যত কম অস্ত্র থাকবে, আমাদের জন্য তত ভালো।

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031