ফিলিস্তিনি এক কিশোর নিহত হয়েছে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে । ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার ভোরে পশ্চিম তীরের জেনিন এলাকায় অভিযানের সময় ওই কিশোরকে গুলি করে হত্যা করে ইসরায়েলি বাহিনী। খবর আরব নিউজের।
স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, এ সময় ইসরায়েলি সেনাদের গুলিতে ১৮ বছর বয়সী আরও এক ফিলিস্তিনি তরুণ গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত এক মাসে জেনিন শরণার্থী ক্যাম্পে ১৯ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।
গত সপ্তাহে ক্যাম্পে ইসরায়েলি বাহিনীর অভিযানের সময় ১৩ ফিলিস্তিনি আহত হয়। অভিযানে একজন ইসরায়েলি কমান্ডো এবং একজন ফিলিস্তিনিও নিহত হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত সেসময় জানিয়েছিলেন নিহত কমান্ডোর নাম নোয়াম রাজ।
