যুক্তরাজ্যের গবেষকরা আশা করছেন সাগরতলে ছড়িয়ে থাকা ইন্টারনেট ক্যাবল দিয়েই ভূমিকম্প ও সুনামি চিহ্নিত করা যাবে বলে । তারা বলছেন, ওই ক্যাবলগুলো দিয়েই জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে সমুদ্রের স্রোতে পরিবর্তনের বিষয়ে ধারণা পাওয়া যাবে। খবর বিডিনিউজের।
যুক্তরাজ্যের ন্যাশনাল ফিজিক্যাল ল্যাবরেটরি (এনপিএল) এবং তাদের সহযোগীদের দাবি, গভীর সমুদ্রের ‘সায়েন্টিফিক সেন্সর’ হিসেবে ব্যবহার করা সম্ভব ইন্টারনেট ক্যাবলগুলো।
সাগরতলের ইন্টারনেট কেবলের মাধ্যমে ভূমিকম্প চিহ্নিত করার কৌশলটি যুক্তরাজ্য ও কানাডার মধ্যে সংযোগ স্থাপনকারী অপটিকাল-ফাইবার ব্যবহার করে যাচাই করে দেখেছেন গবেষকরা। সেই গবেষণার তথ্য প্রকাশ করা হয়েছে ‘সায়েন্স ম্যাগাজিনে’। গবেষকরা বলছেন, সমুদ্রের তলদেশের নজর রাখার জন্য স্থায়ী সেন্সর যোগ করার প্রক্রিয়া ব্যয়বহুল হওয়ায় বৈশ্বিক পর্যায়ে এমন সেন্সরের সংখ্যা খুবই কম। এনপিএল গবেষক ড. জিসেপ্পি মাররা বলেন, ভূপৃষ্ঠের ৭০ শতাংশই পানি, কিন্তু সাইসমিক স্টেশনগুলোর সবগুলোই স্থলভাগে। কারণ, সমুদ্রতলে স্থায়ীভাবে সেন্সর ইনস্টল করা খুবই কঠিন এবং ব্যয়বহুল কাজ। কিন্তু বিশ্বের এক প্রান্ত থেকে থেকে আরেক প্রান্তে ডেটা পৌঁছে দেওয়ার জন্য অনেকগুলো অপটিকাল-ফাইবার ক্যাবল ছড়িয়ে আছে সমুদ্রের তলদেশে।
বিবিসি জানিয়েছে, বিশ্বব্যাপী সমুদ্রের তলদেশে ছড়িয়ে থাকা ফাইবার-অপটিক কেবলের সংখ্যা ৪৩০টিরও বেশি। ক্যাবলগুলোর সম্মিলিত দৈর্ঘ ১৩ লাখ কিলোমিটার। পারিপার্শ্বিক কম্পন, চাপ ও তাপের তারতম্যে প্রভাবিত হয় ক্যাবলগুলোর ভেতরের ডেটা প্রবাহ। আর এই ডেটা প্রবাহের পরিবর্তনগুলো উচ্চমাত্রায় সংবদেনশীল যন্ত্রের মাধ্যমে চিহ্নিত করা সম্ভব।
গবেষকরা জানিয়েছে, কানাডার হ্যালিফ্যাক্স আর যুক্তরাজ্যের সাউথপোর্ট, ল্যাঙ্কাশায়ারের মধ্যে সংযোগস্থাপনকারী অপটিকাল-ফাইবারের মাধ্যমে ভূমিকম্প এবং ঢেউ ও স্রোতপ্রবাহে পরিবর্তন চিহ্নিত করতে সক্ষম হয়েছেন তারা। এক্ষেত্রে গবেষকরা পুরো অপটিকাল কেবলের ছোট ছোট অংশগুলোকে আলাদা সেন্সর হিসেবে ব্যবহার করতে সক্ষম হয়েছেন বলে জানিয়েছে বিবিসি।
ড. মাররা বলেন, আমরা যদি একই কৌশল আরও বেশি সংখ্যক কেবলের ওপর প্রয়োগ করতে পারি, তাহলে আমরা সমুদ্রতলের এই অবকাঠামোকে ভূমিকম্প ও সাগরের স্রোতসহ আরও অনেক কিছু চিহ্নিত করার বিশাল মাধ্যমে পরিণত করতে পারব। ভূমিকম্প চিহ্নিত করার নেটওয়ার্কের ব্যপ্তি স্থলভাগ থেকে বিস্তৃত করে সমুদ্রের তলদেশে নিতে পারলে আমাদের পৃথিবীর অভ্যন্তরীণ কাঠামো এবং এর পরিবর্তনশীল আচরণ বোঝার সক্ষমতা আরও বাড়বে। স্থলভাগে অবস্থিত সাইসমোমিটারের মতই ক্যাবল-ভিত্তিক সেন্সরের মাধ্যমে ভূমিকম্পের কেন্দ্রস্থল চিহ্নিত করা সম্ভব বলে মনে করছেন গবেষকরা।
এই কৌশল আরও সম্ভাবনার দুয়ার খুলছে বলে উঠে এসেছে বিবিসির প্রতিবেদনে। গভীর সমুদ্রের স্রোতপ্রবাহের ওপর বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির বিরূপ প্রভাবের ওপর নজর রাখা সম্ভব হবে বলে গবেষকরা মনে করেন।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031