পুলিশসহ ৫ ব্যক্তি নিহত হয়েছেন চট্টগ্রাম নগরী, মীরসরাই, পটিয়া, লোহাগাড়া, রাঙ্গুনিয়া ও বাঁশখালী উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় । এর মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে মোটরসাইকেল দুর্ঘটনায়। এছাড়া পটিয়ায় ও লোহাগাড়ায় আহত হয়েছেন দুজন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে নগরীর ইপিজেড থানার টিএসপি কমপ্লেক্সের সামনে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী বেণুরাম নাথ (৪০) নামে আর্মড পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে অজ্ঞাত কাভার্ড ভ্যান বা লরি চাপায় বেণুরাম নাথের মৃত্যু হয়েছে। সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে গাড়ি শনাক্তের চেষ্টা চলছে।
নগরীর ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবিরুল ইসলাম বলেন, নিহত এএসআই বেণুরাম নাথ আর্মড পুলিশের হয়ে ইস্টার্ন রিফাইনারি গার্ডে কর্মরত ছিলেন। ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজামপুর কলেজ এলাকায় সড়ক বিভাজকের সাথে ধাক্কায় ট্রাক উল্টে নিহত হয়েছেন চালক মুসলিম উদ্দিন (৫৫)। নিহত মুসলিম জামালপুর সদর থানার বানিয়া বাজার এলাকার মৃত নজু শেখের ছেলে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাতে কারখানার ভারী যন্ত্রপাতি নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাচ্ছিল ট্রাকটি। নিজামপুর কলেজ এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা দেয়। এ সময় ট্রাকটি উল্টে যায়। চালক জীবন বাঁচাতে দরজা দিয়ে লাফ দিয়ে বের হওয়ার চেষ্টা করলে নিজের গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলে নিহত হন তিনি। কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মাহবুব আলম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় নিহত চালকের লাশ উদ্ধার করেছি। যানজট নিরসনে বিকল্প সড়কের ব্যবস্থা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ তার পরিবারের কাছে বুঝিয়ে দেয়ার ব্যবস্থা করা হয়েছে।
গতকাল সকালে চট্টগ্রামের পটিয়া উপজেলার শান্তিরহাট এলাকায় দ্রুতগতির একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জয়নাল আবেদীন (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। জয়নাল আবেদীন চট্টগ্রামের হাটহাজারী থানার পশ্চিম দেওয়ানঘর এলাকার আনোয়ার হোসেনের ছেলে। এ ঘটনায় আবদুল জব্বার (২০) নামের আরো এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। তিনি একই গ্রামের আবদুল কাদেরের ছেলে।
ক্রসিং হাইওয়ে পুলিশের পরিদর্শক মোজাফফর হোসেন জানান, শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে বন্ধুদের সাথে মোটরসাইকেল যোগে কক্সবাজার যাওয়ার পথে অজ্ঞাত বাসের চাপায় এ দুর্ঘটনাটি ঘটে। এ সময় তার মাথায় গুরুতর জখম হয়। ঘটনাস্থলেই প্রাণ হারান। আমরা মরদেহটি উদ্ধার করে হাইওয়ে থানায় রেখেছি। আইনানুগ ব্যবস্থা সেরে লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করব। ঘটনার পরপরই বাসের চালক পালিয়ে গেছে।
গতকাল সকাল ৮টার দিকে উপজেলার আমিরাবাদে মিনিট্রাকের ধাক্কায় সামশুল ইসলাম (৬০) নামে এক পথচারী আহত হয়েছেন। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ইউনিয়নের তজুমুন্সির গ্যারেজ এলাকায় এ ঘটনা ঘটে। আহত সামশুল ইসলাম একই ইউনিয়নের তালুকদার পাড়ার মৃত আসহাব মিয়ার পুত্র।
হাইওয়ে পুলিশ জানায়, ঘটনাস্থলে চট্টগ্রামমুখী মালবাহী মিনিট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী বৃদ্ধকে ধাক্কা দেয়। এতে বৃদ্ধের দুই পা থেঁতলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
দোহাজারী হাইওয়ে থানার এসআই বাবুল মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিনিট্রাকটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসা হয়। দুর্ঘটনার পর মিনিট্রাক চালক পালিয়ে যায়। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সড়ক দুর্ঘটনায় আহত মোজাম্মেল হোসেন (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
জানা যায়, গত ১৮ মে বিকালে বন্ধুদের সাথে কাপ্তাই বেড়াতে যাচ্ছিলেন মোজাম্মেল। মোটরসাইকেল যোগে যাওয়ার পথে কাপ্তাই সড়কের হাবিবের গোট্টা এলাকায় গেলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সে মোটরবাইক থেকে ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। তাকে প্রথমে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মারা যায় মোজাম্মেল।
উপজেলার সাধনপুর বদর দরগাহ এলাকায় ট্রাক ও মোটর সাইকেলের সংঘর্ষে মো. জাহাঙ্গীর আলম (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় মো. আবছার (৩৫), আবদুল মাজেদসহ (৫৪) আরো দুজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। গতকাল রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর আলম সাধনপুর ইউনিয়নের বিছিন্না পাড়া এলাকার বাসিন্দা। সে এলাকায় সার্ভেয়ার হিসাবে পরিচিত এবং আওয়ামী লীগের সাধনপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছিলেন।
সাধনপুরে ট্রাক চাপায় ১ জন নিহত এবং দুজন আহত হয়েছে। ঘাতক ট্রাক চালককে আটক করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন বলেন ।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031