আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ভারত থেকে কক্সবাজারের টেকনাফে পালিয়ে আসা ৯ রোহিঙ্গাকে আটক করেছে । তাদের মধ্যে সাতজন একই পরিবারের।
তারা ভারতের জম্মু-কাশ্মীর শরণার্থী ক্যাম্প থেকে পালিয়ে টেকনাফের হ্নীলা ও হোয়াইক্যং ইউনিয়নের আলিখালী ও চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে এসেছিলেন।
গতকাল মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম তারিক এসব তথ্য জানান।
এতে বলা হয়, জম্মু-কাশ্মীর থেকে দালালের মাধ্যমে কুমিল্লা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন মো. জামাল (৬৫) ও তার স্ত্রী মোসা. নূর জাহান (৬০)। ভোরে কক্সবাজার থেকে তাদের আটক করা হয়।
অনুসন্ধানে জানা যায়, ক্যাম্প-২৩ (শামলাপুর) থেকে ২০১৮ সালে ভারতে যান জামাল ও নূর জাহান দম্পতি। তারা জম্মু-কাশ্মীরের শরণার্থী ক্যাম্পে চার বছর বসবাস করেন। এরপর দালালের মাধ্যমে বাংলাদেশে আসেন।
গতকাল বিকেলে রোহিঙ্গা ক্যাম্প নিরীক্ষণে জানা যায়, জম্মু-কাশ্মীর শরণার্থী ক্যাম্প থেকে একই পরিবারের সাতজন চাকমারকুল ক্যাম্পে প্রবেশ করেন। তারা হলেন গুল বাহার (৬০), আবু তাহের (২৭), হামিদা বেগম (২৪), আবুল মনসুর (২১), ইয়াছমিন (১৮), খুশিদা (৩) ও আয়েশা। পরে এপিবিএন সদস্যরা তাদের আটক করেন।
তারা জানায়, দালালের মাধ্যমে মৌলভীবাজার সীমান্ত দিয়ে তারা গতকাল সকালে গোপনে বাংলাদেশে প্রবেশ করেন। এরপর ক্যাম্পের ব্লক-ই/১-এ রোহিঙ্গা গুল বাহারের ছেলে আবুল কাশেমের (২৫) ঘরে তারা আশ্রয় নেন।
টেকনাফ ১৬ এপিবিএন অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম তারিক বলেন, আটক রোহিঙ্গাদের সংশ্লিষ্ট মাঝির মাধ্যমে উখিয়া কুতুপালং ট্রানজিট ক্যাম্পে স্থানান্তর করা হয়েছে।
উল্লেখ্য, বেশ কিছু দিন ধরে ভারত থেকে বাংলাদেশে রোহিঙ্গারা অনুপ্রবেশ করছে।
