এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় । আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার সদর ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে একটি গাছে মো. বাবলু (৪৫) নামের ওই ব্যক্তির লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের তার চাচাতো ভাই মো. জমিরকে (৩৫) হেফাজতে নিয়েছে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ।
পরিবারের অভিযোগ, জমি সংক্রান্ত বিরোধের জেরে বৃহস্পতিবার ভোররাতে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে বাবলুকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়। বিল্লু, বেলাল, দুলাল, আল আমিন, জামাল, জব্বার, কাজল, জমির আলীদের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছে তাদের। জমি দখল মামলার আসামি বিল্লু গত সোমবার আদালত থেকে জামিন পাওয়ার পর বাবলুকে হত্যার হুমকি দেন।
নিহতের স্ত্রী হাসিনা বেগম বলেন, ফজরের আজানের আগে বাবলুর চাচাতো ভাই জমির আলী এসে জরুরি কথা আছে বলে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তখন তিনি ঘর থেকে বের হয়ে তাদের পিছু নেন। পরে বাবলুকে তাকে ঘরে ফিরে যেতে বললে তিনি চলে আসেন। কিন্তু বাবলু আর ফেরেননি।
হাসিনা বলেন, ‘বাড়িতে না আসায় সকালে খুঁজতে থাকি। পরে চাবাগানের ধারে একটি কাঁঠাল গাছে তার ঝুলন্ত লাশ দেখতে পাই। আমার স্বামীকে ডেকে নিয়ে মেরে ফেলল ওরা।’ স্বামী হত্যার দৃষ্টান্তমূলক বিচার চান তিনি।
নিহতের মা সত্তরোর্ধ্ব আসমা খাতুন বলেন, ‘আমার পোলাডারে মাইরা ফেলাইছে বিল্লুরা। দুইদিন আগে আমারেও মারছে। চুলের মুঠি ধরে কিল-ঘুষি মারছে। হাসপাতালে ভর্তি ছিলাম। ওখানেই শুনলাম, আমার পোলাডারে রাতে ডেকে নিয়ে যায়। সকালে তার লাশ পাইলাম।’
মডেল থানার ওসি আবু ছায়েম মিয়া বলেন, সকালে ৯৯৯-এ ফোন পেয়ে সেখানে গিয়ে লাশ উদ্ধার করা হয়। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর আধুনিক হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্ত প্রতিবেদন পেলেই জানা যাবে।
