আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি জাতীয় সংসদ নির্বাচনে আর অংশ নেবেন না বলে ঘোষণা দিয়েছেন ।
গতকাল বুধবার দুপুরে নগরীর কাজীর দেউড়ির ইন্টারন্যাশনাল কনভেনশন হলে মহানগর আওয়ামী লীগের সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অভিযান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন। এসময় প্রবীণ এই আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, আমি রাজনীতি করব, কিন্তু আর নির্বাচন করব না, সেটি আমি বলে দিয়েছি।

এসময় তিনি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, এই মহানগরী এলাকায় আপনাদের ৪টি আসন আছে, আপনারা হাত তুলে বলেন, সর্বশক্তি দিয়ে এই ৪টি আসন আগামী নির্বাচনে প্রধানমন্ত্রীকে উপহার দিতে পারবো কিনা? এসময় হল ভর্তি নেতাকর্মীরা দুই হাত তুলে সমস্বরে বলেন-পারবো।
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, সদস্য সংগ্রহ ও নবায়ন সংগঠনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। আমাদের সদস্য সংখ্যা বাড়াতে হবে। জনগনের সাথে সম্পৃক্ত হতে হবে। সদস্য সংগ্রহের জন্য ঘরে ঘরে যেতে হবে। এই সরকারের উন্নয়নে চিত্র জনগণের কাছে তুলে ধরতে হবে।

প্রধানমন্ত্রীর দুরদর্শী চিন্তাচেতনার কথা উল্লেখ করে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, আমাদের প্রধানমন্ত্রীর দুরদর্শী চিন্তা চেতনার কারণে দেশ আজ এত দূর এগিয়ে গেছে। মুজিববর্ষকে সামনে রেখে গৃহহীনদের ঘর দিয়েছেন। সকলের আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে তিনি ন্যাশনাল হাউজিং অথিরিটি প্রতিষ্ঠা করেছেন। সারাদেশে বহুতল আবাসন ব্যবস্থাপনা সম্পন্ন করেছেন। প্রতিটি গ্রামেই সাধারণ মানুষ শহরের সুযোগ সুবিধাগুলো পাচ্ছেন। এটাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবচেয়ে মহতী অর্জন। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে ১০১টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করেছেন। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শিল্পনগরী হলো-মীরসরাইয়ে ‘বঙ্গবন্ধু শিল্পনগরী’। প্রায় ২৫ হাজার একর জমির উপর এই শিল্পনগরী গড়ে উঠছে।উল্লেখ্য, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আওয়ামী লীগ থেকে নির্বাচিত ৬ বারের এমপি এবং ৩ বার মন্ত্রী ছিলেন। অথচ বিএনপি বলছে সরকার ব্যর্থ। কিন্তু তারা অন্ধ, চোখে কিছুই দেখে না। বিএনপিকে যে চিনেনা-সে কবরস্থানও চিনেনা।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031