ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ইউক্রেন থেকে শস্য রপ্তানিতে মস্কোর কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন। তিনি বলেছেন, ইউক্রেনের বন্দর, রাশিয়ার নিয়ন্ত্রণাধীন অন্য বন্দর এমনকি মধ্য ইউরোপ হয়েও শস্য রপ্তানি হতে পারে। গতকাল শুক্রবার টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
এএফপির খবরে বলা হয়েছে, মস্কো শস্য রপ্তানিতে ইউক্রেনকে বাধা দিচ্ছে-এই তথ্য অস্বীকার করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে তিনি বলেন, নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়া পর্যন্ত সবচেয়ে ভালো হয় বেলারুশের মাধ্যমে জাহাজ পাঠানো।
পুতিন রাশিয়ার রপ্তানি নিষেধাজ্ঞার প্রতিবেদনকে ধোঁকা উল্লেখ করেন। তিনি বলেন, পশ্চিশা দেশগুলো বিশ্বব্যাপী খাদ্য সংকটের জন্য রাশিয়াকে দোষারোপ করে নিজেদের ভুলগুলো ঢেকে রাখার চেষ্টা করছে।
রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনের দক্ষিণ উপকূলের বেশির ভাগ দখল করেছে এবং যুদ্ধজাহাজগুলো কৃষ্ণ সাগর বন্দর নিয়ন্ত্রণে প্রবেশ করেছে। শস্য রপ্তানি ব্যাহত হওয়ার জন্য মস্কো ইউক্রেন ও পশ্চিমাদের দায়ী করছে বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়।
পুতিন বলেন, যদি কেউ ইউক্রেনের শস্য রপ্তানির সমস্যা সমাধান করতে চান তবে সবচেয়ে সহজ, সুলভ পথ বেলারুশ। এখানে কেউ পথ আটকাবে না। কিন্তু এর জন্য আপনাকে বেলারুশ থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে।
এর আগে শুক্রবার বেলারুশের নেতা আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেন, মিনস্ক তার ভূখণ্ডের মাধ্যমে ইউক্রেনের শস্য জার্মান, পলিশ, বালটিক ও রাশিয়ার বন্দরগুলোতে পাঠানোর অনুমতি দিতে প্রস্তুত। যদি তারা বেলারুশের মাধ্যমে পণ্য পাঠানোর অনুমতি দেয়।
পুতিন আরও বলেন, রাশিয়ান সারের ওপর ব্রিটিশ ও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার জন্য বিশ্বে খাদ্য সমস্যা আরও খারাপ হতে পারে।
