গত মে মাসে হবু স্বামীকে গ্রেপ্তার করে আলোচনায় আসেন আসাম পুলিশের কর্মকর্তা জুনমনি রাভা
প্রতারণার অভিযোগে । সেই রাভা এবার দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। এনডিটিভি বলছে, জুনমনি রাভা ভারতের আসাম রাজ্যের নগাঁও জেলা পুলিশের উপপরিদর্শক। দুদিন জিজ্ঞাসাবাদের পর শনিবার তাকে গ্রেপ্তার করা হয়। মাজুলি জেলার একটি আদালত জুনমনি রাভাকে দুই সপ্তাহ বিচার বিভাগীয় হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন।
দুই ঠিকাদার পুলিশের কাছে অভিযোগ করেছেন, জুনমনি রাভার হবু স্বামী রানা পোগাগের সঙ্গে আর্থিক বিষয় নিয়ে চুক্তি করেছিলেন তারা। জুনমনি রাভা যখন মাজুলি জেলায় কর্মরত, তখন রানা পোগাগের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেন তিনি। এর পর হয় চুক্তি। প্রতারিত হয়েছেন বলে অভিযোগ করেছে দুই ঠিকাদার।
পোগাগের বিরুদ্ধে দায়ের সাধারণ অভিযোগে (এফআইআর) অয়েল ও ন্যাচারাল গ্যাস করপোরেশনে (ওএনজিসি) চাকরি দেওয়ার প্রতিশ্রুতিতে কয়েকজনের সঙ্গে আর্থিক প্রতারণার অভিযোগ করেছেন জুনমনি রাভা। গত মে মাসে পোগাগ রানাকে গ্রেপ্তার করেন জুনমনি রাভা। এখন তিনি মাজুলি কারাগারে রয়েছেন।
গত বছরের ৮ অক্টোবর ধুমধাম করে পোগাগ রানা ও জুনমনি রাভার বাগদান হয়। তবে বাগদানের পর প্রতারণার অভিযোগে হবু স্বামীকে গ্রেপ্তারের জন্য জুনমনি রাভা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা কুড়ান। বলিউড সিনেমা সিংহাম ও দাবাংয়ের মতো করে এই পুলিশ কর্মকর্তাকে ‘লেডি সিংহাম’ ও ‘দাবাং কপ’ নামেও ডাকা হয়।
নগাঁওতে বদলি হয়ে রানার প্রতারণার কথা জানতে পারেন দাবি করে তাকে গ্রেপ্তার করেন। পরে জুনমনির বিরুদ্ধে অভিযোগ ওঠে- পোগাগের হয়ে তিনি ঠিকাদারদের কাছ থেকে অর্থ নেন। গ্রেপ্তার করার পর জুনমনিকে মাজুলি জেলা কারাগারে পাঠানো হয়েছে।অভিযোগ নিয়ে একটি তদন্ত শুরুর নির্দেশ দেওয়া হয়েছে।
