ইরাকে ৩৬ আইএস জঙ্গির ফাঁসি কার্যকর করা হয়েছে। ২০১৪ সালে দেশটিতে মার্কিন ঘাঁটি থাকাকালে ইরাকি সেনাবাহিনীতে যোগ দেয়া এক হাজার ৭০০ ক্যাডেট সদস্যদের হত্যা করে তারা। রবিবার সকালে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। খবর বিবিসির।

 ঢাকা : আইএস সদস্যরা ইরাকের উত্তরাঞ্চলের শহর তিকরিতের নিকটবর্তী ক্যাম্প স্পেইকারে ২০১৪ সালের ১২ জুন গণহত্যাটি চালায় । গণহত্যায় নিহত অধিকাংশই ছিল শিয়া সম্প্রদায়ের ক্যাডেট। যারা আইএসবিরোধী যুদ্ধে সেনাবাহিনীকে সহযোগিতা করেছিল। আইএস জঙ্গিরা তখন গণহত্যার ভিডিও ও ছবি প্রকাশ করেছিল। ঘটনা ঘটার এক বছর পর গণকবরের সন্ধান পাওয়া যায়। ইরাক সরকারি বাহিনী আইএস অধ্যুষিত এলাকাটি পুনর্দখল নেয়ার পর তারা এই কবরের সন্ধান পান।

ইরাকের ধিকার প্রদেশের এক সরকারি মুখপাত্র জানান, স্পিচার গণহত্যার সঙ্গে জড়িত ৩৬ জনকে নাসিরিয়া কারাগারে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। মৃত্যুদণ্ড কার্যকরকালে বিচারমন্ত্রী হায়দার আল-জামিলি উপস্থিত ছিলেন।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031